Thursday, July 3, 2025

অভিষেককে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা, দুর্গাপুজো কী করে হবে! তীব্র কটাক্ষ মমতার

Date:

ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) পদযাত্রা আটকাতে রাতারাতি ১৪৪ ধারা জারি করেছে বিপ্লব দেব সরকার। এমনকী, দুর্গাপুজো-কালীপুজোতে সেখানে ১৪৪ ধারা জারি থাকবে। বুধবার, প্রচারসভা থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “অভিষেককে আটকাতে ওখানে ১৪৪ ধারা জারি করেছে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত। ১৪৪ ধারা থাকবে। তাহলে কি দুর্গাপুজো ১৪৪ ধারার মধ্যে হবে? প্রশ্ন ছুড়ে দেন মমতা।

এরপরেই বিজেপি (Bjp) নেতাদের মিথ্যে অভিযোগের জবাব দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গাপূজা করতে দেন না”। আর বিজেপিশাসিত ত্রিপুরাতে দুর্গাপুজো-কালীপুজোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন- বাংলাকে স্বাধীন করেছি, বিজেপি-কে তাড়িয়ে এবার দেশকে স্বাধীন করব: মমতা

মমতা বলেন, নির্বাচনের আগে বাইরে থেকে বিজেপি নেতারা বাংলায় এসে প্রচার করে যান। তাঁদের কোনো রকম বাধা দেওয়া হয় না। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলে তাঁকে থানা থেকে বেরোতে পর্যন্ত দেওয়া হয়নি। পদযাত্রা আটকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ১৪৪ ধারা হয় না। এখানে সব ধর্মের মানুষ উৎসব পালন করেন। নানা ধর্মের, নানা বর্ণের, ভাষাভাষী মানুষের বাস ভবানীপুর কেন্দ্রে। সে কথা মাথায় রেখে তৃণমূল নেত্রীর বার্তা- বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ওদের লক্ষ্য ভোট বানচাল করা, আমাদের লক্ষ্য নির্বাচন করানো।

আরও পড়ুন- আইপিএলে দুর্নীতির ছায়া ? হুডার পোস্ট নিয়ে তদন্ত বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার

 

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...
Exit mobile version