Friday, August 29, 2025

তৃণমূল গেট খুলে দিলে বিজেপি উঠে যাবে: সামশেরগঞ্জের প্রচারসভা থেকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুটি কেন্দ্র – সামশেরগঞ্জ, জঙ্গিপুরে বিধানসভা ভোট। দলীয় প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার সভা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই বিজেপিকে (Bjp) তীব্র কটাক্ষ করলেন তিনি। বললেন, বিজেপি থেকে যত নেতা-কর্মী তাঁদের দলে আসতে চাইছে, তাতে তৃণমূল গেট খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে। “কিন্তু আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলই থাক।” মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসকেও তুলোধনা করেন তৃণমূল সাংসদ।

মুর্শিদাবেদের দুই কেন্দ্রের প্রার্থীদের মৃত্যুতে রাজ্যের বাকি বিধানসভা আসনগুলির সঙ্গে ভোট হতে পারেনি সেখানে। নির্বাচন কমিশনের নির্দেশে ৩০ সেপ্টেম্বর এই দুই জায়গায় ভোটগ্রহণ। তার প্রচারেরই এদিন মুর্শিদাবাদে অভিষেক। সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিনুল ইসলামের (Aminul Islam) হয়ে প্রচারের শুরুতেই বাম-কংগ্রেস-বিজেপিকে এক তিরে বেঁধেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নাম না করে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকেও আক্রমণ শানান তিনি। বলেন, ২১১ আসন পেয়ে জয়ী হয়েছে তৃণমূল। তবে, মুর্শিদাবাদের দুটি আসনও জিততে হবে।

আরও পড়ুন:আদালতে মিথ্যে তথ্য, ত্রিপুরা হাইকোর্টে ভর্ৎসিত বিপ্লব দেব সরকার

কংগ্রেসকে এদিন তুলোধনা করেন অভিষেক। তিনি বলেন, কংগ্রেস বিজেপির কাছে হারছে আর তৃণমূল হারাচ্ছে, এটাই পার্থক্য। কেন্দ্রের জনবিরোধী প্রকল্প নিয়ে সংসদের কোনও বিরোধিতা করেন না কংগ্রেস- অভিযোগ অভিষেকের। একই সঙ্গে তিনি বলেন, বিজেপিকে সুবিধা করতেই সিপিএমের সঙ্গে আঁতাত করেছে কংগ্রেস। কোভিড বিধি মেনে এই সভাতেও স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version