Tuesday, November 4, 2025

জোড়া নিম্নচাপ, এখনই কমছেনা দুর্যোগ, ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

Date:

এবার জোড়া নিম্নচাপের জেরে ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। একনাগাড়ে বৃষ্টি চলছে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। প্রশাসনের তরফে চলছে জল নিষ্কাশনের কাজ। দুর্যোগে ইলেকট্রিকের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবার  বজ্রপাতেও মৃত্যুর খবর আসছে একাধিক জেলা থেকে। এরইমধ্যে হাওয়া অফিস জানিয়েছে এখনই কমছেনা দুর্যোগ।

আরও পড়ুন: ভবানীপুরে প্রিয়াঙ্কার সমর্থনে প্রচার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর

আবহাওয়া দফতর সূত্রে খবর, ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে পড়তে চলেছে বজ্রগর্ভ মেঘের প্রভাব। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশ, ঝাড়গ্রামে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। শনিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হবে নিম্নচাপ। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী দুদিন বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগণাতে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version