Saturday, May 3, 2025

ফের নিম্নচাপের ভ্রুকুটি, পুজোর আগে বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর

Date:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে খানিকটা বৃষ্টি কমেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। কিন্তু নিম্নচাপের জের এখনও কাটেনি। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবত। যার অভিমূখ ওড়িশার দিকে হতে পারে। আরও একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে। এই জোড়া ফলায় শনিবার থেকে ফের কলকাতা- সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:খড়দার পর এবার দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ কিশোরীর

আবহাওয়া দফতর সূত্রের খবর, একটি ঘূর্ণাবত মায়ামনমার উপকূলে অবস্থান করছে। সেটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত তার অভিমুখ ওড়িশার দিকেই রয়েছে। আগামী শনিবার শক্তি বাড়িয়ে ঘূর্ণাবতটি নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গে আছড়ে পড়বে। সেইসঙ্গে মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে। সেটিও বাংলা ও ওড়িশা উপকূলের দিকেই অগ্রসর হবে।এই জোড়া ফলায় আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পুর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়ছে। শনিবার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় শুক্রবার বিকেলের মধ্যে তাদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...
Exit mobile version