Saturday, November 8, 2025

ফের নিম্নচাপের ভ্রুকুটি, পুজোর আগে বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর

Date:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে খানিকটা বৃষ্টি কমেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। কিন্তু নিম্নচাপের জের এখনও কাটেনি। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবত। যার অভিমূখ ওড়িশার দিকে হতে পারে। আরও একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে। এই জোড়া ফলায় শনিবার থেকে ফের কলকাতা- সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:খড়দার পর এবার দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ কিশোরীর

আবহাওয়া দফতর সূত্রের খবর, একটি ঘূর্ণাবত মায়ামনমার উপকূলে অবস্থান করছে। সেটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত তার অভিমুখ ওড়িশার দিকেই রয়েছে। আগামী শনিবার শক্তি বাড়িয়ে ঘূর্ণাবতটি নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গে আছড়ে পড়বে। সেইসঙ্গে মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে। সেটিও বাংলা ও ওড়িশা উপকূলের দিকেই অগ্রসর হবে।এই জোড়া ফলায় আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পুর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়ছে। শনিবার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় শুক্রবার বিকেলের মধ্যে তাদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version