Friday, May 23, 2025

শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের(Kunal Ghosh)। আইএসএল আগরতলা হাসপাতলের(Agartala Hospital) সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্যালাইন চলছে ওই তৃণমূল নেতার। তবে রক্তচাপে ধারাবাহিকতার সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। আজকেই শেষ হবে হল্টার মনিটরিং। পাশাপাশি ত্রিপুরা(Tripura) থেকে কুণাল ঘোষকে কলকাতায় ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। ডাক্তারদের অনুমতি নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫.২০ মিনিটের বিমানে তাকে ফিরিয়ে আনা হতে পারে কলকাতায়

উল্লেখ্য, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ত্রিপুরা পুলিশ। সেই মামলায় তদন্তে সহযোগিতার জন্য পূর্বনির্ধারিত সূচি মেনে মঙ্গলবার বেলা ১১.৪৫-নাগাদ এনসিসি (NCC) থানায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুণাল ঘোষ সহযোগিতা করেছেন বলে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে থানার তরফে চিঠিও দেওয়া হয়। কিন্তু বেরনোর মুখে অসুস্থ হয়ে পড়েন কুণাল।

আরও পড়ুন:প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ? ফিফার প্রস্তাবে অশনি সঙ্কেত দেখছে উয়েফা

এটা নিয়ে অপপ্রচার শুরু করে বিরোধীরা। রটানো হয়, জেরায় অসুস্থ হয়ে পড়েছেন কুণাল ঘোষ। এই ন্যাক্কারজনক গুজবের তীব্র প্রতিবাদ করে তৃণমূল। কুণাল নিজেও টুইটে জানান, সমস্ত জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছ থেকে জেরায় সহযোগিতা করার চিঠি পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ধরনের অপপ্রচারকে তীব্র ধিক্কার জানান তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল নেতৃত্ব। এরপর বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের বিমানেই তিনি ফিরবেন কলকাতাতে।

 

Related articles

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...
Exit mobile version