Tuesday, August 26, 2025

২৭ সেপ্টেম্বর দেশের স্বাস্থ্য পরিষেবাকে ডিজিটাইজড করার প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী

Date:

আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) একটি ডিজিটাল হেল্থ মিশন’ Prime Minister-Digital Health Mission (PM-DHM) চালু করার কথা ঘোষণা করবেন । প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে । এই প্রকল্পটির উদ্দেশ্য দেশব্যাপী একটি ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করে স্বাস্থ্য পরিষেবাকে ডিজিটাইজড (Digitised Health System) করা। এর মাধ্যমে রোগীরা তাঁদের স্বাস্থ্যের রেকর্ড ডিজিটালি ‘সেভ’ করে রাখতে পারবেন। একইসঙ্গে, তাঁদের পছন্দের ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতেও সেই তথ্য সরাসরি পাঠিয়ে দিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হবে। তাতে রোগীর স্বাস্থ্য পরিচয়পত্র, ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির জন্য বিশেষ সনাক্তকরণ চিহ্ন, ব্যক্তিগত স্বাস্থ্য রেকর্ড এবং টেলিমেডিসিন এবং ই-ফার্মেসি সহ বিভিন্ন পরিষেবা বন্ধ থাকবে

 

এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক দেশবাসীকে একটি ইউনিক ডিজিটাল স্বাস্থ্য আইডি কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন , অনন্য ডিজিটাল স্বাস্থ্য আইডিতে প্রত্যেক দেশবাসীর সমস্ত স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড থাকবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বাস্থ্য আইডি কার্ড দেওয়া হবে প্রতিটি কার্ডেই ইউনিক আইডি থাকবে, যা সংশ্লিষ্ট ব্যক্তির আধার এবং মোবাইল নম্বরের বিবরণ দিয়ে তৈরি করা হবে।

আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি— এই ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এই প্রকল্পের পাইলট প্রয়োগ শুরু করা হয়েছে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version