Wednesday, December 17, 2025

গঙ্গা থইথই, উত্তরাখণ্ড থেকে ধেয়ে আসছে জল, রেকর্ড বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা: ফিরহাদ

Date:

এবার কলকাতা সহ রাজ্যে রেকর্ড বৃষ্টি। বহু বছরের রেকর্ড ভেঙে একের পর নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার ও শহরতলীর একাংশ। পুরসভা তৎপরতা দেখালেও এখনও জল জল নামেনি অনেক এলাকায়।

কিন্তু কেন শহরবাসীকে এই জলযন্ত্রনা ভোগ করতে হচ্ছে?

উত্তরে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সাফ কথা, অবিরাম বৃষ্টি যেমন একটা বড় কারণ, তার সঙ্গে গঙ্গার জলস্তর বাড়ার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরে জমা জল নিয়ে ফিরহাদ হাকিমের ব্যাখ্যা দেন, “এবার অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। কলকাতা লাগোয়া অনেক জায়গায় জল জমে। সেচ দফতরকে বলেছি, খালগুলি দ্রুত পরিষ্কার করে দিলে জলটা বেরিয়ে যাবে।”

আরও পড়ুন-৩ দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের

তবে জল জমা নিয়ে ফিরহাদ আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর কথায়, ”গঙ্গাতেও জল থইথই করছে। উপর থেকে উত্তরাখণ্ডের জলটা ধেয়ে আসছে। আমি কাউকে দোষ দিচ্ছি না। উত্তরাখণ্ডে মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে। এখানেও তাই হচ্ছে। বিগত ৩০ বছরে এমন বৃষ্টি হয়নি যেটা গত কয়েক দিনে হয়েছে।”

একই সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, দুর্ভাগ্যজনক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

 

Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...
Exit mobile version