Thursday, August 28, 2025

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন। এর আগে আজ শুক্রবার ভবানীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল (TMC) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “বিজেপি নেতারা ডেলি প্যাসেঞ্জারি করত ভোটের সময়। এজেন্সি দিয়ে, অস্ত্র দিয়ে ভোট করেছে বিজেপি। ৩৪ বছর সিপিএম শাসন করেছে, কটা সিবিআই তলব করেছে? যে দল সবথেকে সৎ, সেই দলের নেতাদের বারবার ডাকা হচ্ছে। আমাদের ফোন পেগাসাসের মাধ্যমে ট্যাপ করা হয়েছে। এরা করতে পারে না এমন কোনও কাজ নেই।”তিনি আরও বলেন, “অসময়ে বাধ্য হয়ে নির্বাচন করতে হচ্ছে। আমায় ৬ মাসের মধ্যে বিধায়ক হতে হবে, তাই ভোট হচ্ছে। এখন রাজ্যে লোডশেডিং হয় না। কিন্তু বৃষ্টিতে জল জমলে বিদ্যুতের পোস্টে হাত দেবেন না।”
এরই পাশাপাশি তিনি যোগ করেন, “রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথীর কার্ডের সুবিধা পাচ্ছেন। লক্ষ্ণীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন রাজ্যের মেয়েরা। দুয়ারে রেশন প্রকল্প চালু হয়ে গেছে।”
পাশাপাশি এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস ইস্যুতে সুর চড়ান। তিনি বলেন, ‘পেগাসাস ডেঞ্জারাস!’ কালীঘাটের বাড়িতে পিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠকের কথা তুলে এদিন ফের একবার মমতা বলেন, ‘আমি অভিষেক-পিকে কালীঘাটের অফিসে বসে কথা বলছি। সেটাও BJP ফোনে দেখছে। সব পেগ্যাসাস। ফোন বন্ধ করে রাখলেও ক্যামেরা কিন্তু চালু থাকছে। সবার ফোনে পেগ্যাসাস ঢুকিয়ে দিয়েছে।

আরও পড়ুন- মারণ ক্ষমতা হারিয়ে সাধারণ সর্দি-কাশির ভাইরাস হয়ে উঠবে করোনা, আশ্বস্ত করলেন বিজ্ঞানীরা
গতকালের বিজেপির মিছিল প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু কাল আমি যখন নবান্নে ছিলাম, তখন একজন রোগে ভুগে মৃতের দেহ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে মিছিল করে নিয়ে যাবে। কত বড় ক্ষমতা বুঝুন!’
অসমে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ নিয়েও তিনি বলেন, ‘অসমে কাল কী হল দেখুন। মৃতদেহের উপরে গিয়ে লাফাচ্ছে। এটা কোন মানবিকতা। তার পরেও বাংলার মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে! আমাদের ভয়ে ত্রিপুরাতে ১৪৪ ধারা জারি করেছে। ‘
বাংলায় ইতিমধ্যেই ৮০ শতাংশ মানুষের টিকার ডোজ সম্পন্ন হয়েছে বলে জানান মমতা। তিনি বলেন, ‘আমাদের ১৪ কোটি টিকা দরকার। কারণ শিশুদেরও দিতে হবে। আগে আমরা নিজেরা কিনতে পারতাম। কিন্তু, এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তৃতীয় ঢেউ এলে আমরা মোকাবিলা করার জন্য তৈরি।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার আগামী টার্গেট হল বাংলাকে বাণিজ্যিক ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলা। গতবছর করোনার জন্য গ্লোবাল বিজনেস সামিট করা সম্ভব হয়নি। এবছর কোভিড বিধি মেনে তা হবে। অনেক শিল্পপতি এখানে বিনিয়োগ করতে চাইছেন। আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন। ‘

 

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version