Tuesday, August 26, 2025
ভবানীপুর উপনির্বাচনকে (Bhawanipur By Poll) কেন্দ্র করে শুরু শুরু থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস (TMC)। খোদ দলনেত্রী প্রার্থী হওয়ায় এই ভোটকে কেন্দ্র করে প্রবল উৎসাহ শাসক দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের। প্রিয় নেত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সমর্থকদের মধ্যে। ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তাই ছাত্রসমাজ চাইছে ভবানীপুর উপনির্বাচনের মধ্য দিয়ে গোটা দেশকে নেত্রীর বার্তা পৌঁছে দিতে।
দলনেত্রীর সমর্থনে ছাত্র পরিষদ সমর্থকরা কোভিড বিধি (Covid Protocal) মেনে যেমন ছোট ছোট মিটিংয়ে যোগ দিচ্ছেন, একইভাবে চলছে অভিনব প্রচার ও দেওয়াল লিখন (Wall Writing Campaign)। ৭১ নম্বর ওয়ার্ডে বলরাম বোস ঘাট সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে নেত্রীর বার্তা তুলে ধরেছে তৃণমূল ছাত্র পরিষদ। এই গলিতেই দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি। যাতায়াতের পথে যা নজরে এসেছে তাঁরও।
তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার ছাত্র-যুব নেতা সার্থক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক ছাত্র পরিষদ সমর্থকরা যখন তাঁদের প্রিয় দিদির সমর্থনে দেওয়াল লিখছিলেন, ঠিক সেই সময় সেখান থেকে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ অভিনব এই দেওয়াল লিখনগুলি দেখেন। ছাত্র-ছাত্রীদের তিনি সাবধানে কাজ করার পরামর্শ দেন।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version