ইস্টবেঙ্গলে ক্রীড়াবিজ্ঞানের প্রধান হিসেবে যুক্ত হলেন জোসেফ রোনাল্ড ডি’এঞ্জেলাস

এসসি ইস্টবেঙ্গলে( Sc EastBengal) ক্রীড়াবিজ্ঞানের প্রধান হিসেবে যুক্ত হলেন মালয়েশিয়ার জোসেফ রোনাল্ড ডি’এঞ্জেলাস ( Joseph Ronald D’ Angelus)। শুধু ক্রীড়াবিজ্ঞান নয়, ফিজিওথেরাপি ও অ্যানালিসিস বিভাগের প্রধান হিসেবেও নিযুক্ত হয়েছেন জোসেফ। শনিবার এমনটাই জানাল লাল-হলুদ ম‍্যানেজমেন্ট।

ইস্টফেঙ্গলে আসার আগে জোসেফ নিযুক্ত ছিলেন ভূটান ফুটবল ফেডারেশনের ক্রীড়াবিজ্ঞানের প্রধান হিসেবে। ২০১২ সালে মোহনবাগানের ফিটনেস কোচের দায়িত্বেও ছিলেন তিনি। যার ফলে কলকাতা ফুটবলের অভিজ্ঞতা রয়েছে জোসেফের।

এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে জোসেফ বলেন,”আমি খুশি এসসি ইস্টবেঙ্গলে যুক্ত হতে পেরে। এটি এমন একটি ক্লাব যেখানে প্রচুর ইতিহাস রয়েছে। এখানে কাজ করায় আমার উন্নতি হবে। আমি বিশ্বাস করি খেলোয়াড়দের নিজেদের স্বস্তির জায়গা থেকে বের করে তাদের শারীরিক দিক থেকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায়। আমি বিভিন্ন রিহ্যাব প্রক্রিয়া ও চোট থেকে খেলোয়াড়দের সুস্থতা নিয়েও কাজ করব।”

আরও পড়ুন:বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবল ইভেন্টে রুপো জয় ভারতের