Sunday, May 4, 2025

প্রকাশিত হল সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল। শুক্রবার  ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর তরফে ফলাফল প্রকাশ করা হয়। প্রথম হয়েছেন শুভম কুমার। দ্বিতীয় হয়েছেন জাগৃতী আয়াস্থি ও তৃতীয় অঙ্কিতা জৈন। মোট ৭৬১ জন প্রার্থী এই বছর সফল হয়েছেন। প্রথম ২০০ মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের প্রার্থী। ৮৭ তম স্থানে রয়েছেন শিলিগুড়ির রিকি আগরওয়াল এবং ১৫৯ তম স্থানে রয়েছেন ময়ূরী মুখোপাধ্যায়। এই দুই পড়ুয়াই রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের।

ময়ূরী বলেন, “আমি CSSC ATI 2019 ব্যাচের ছাত্রী ছিলাম।  পরবর্তীতে মেইন এবং ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামের ছাত্রী ছিলাম। সপ্তাহের শেষে ক্লাস  আমার জন্য উপযুক্ত ছিল। কারণ আমি আমার গবেষণা কাজের পাশাপাশি ক্লাসে উপস্থিত হতে পারতাম।” তিনি আরও জানিয়েছেন,”এই রাজ্যের আইএএস কর্তাদের দেওয়া বক্তৃতা আমাদের গোটা যাত্রা অনুপ্রাণিত করে। CSSC-এ মক ইন্টারভিউ এবং গাইডেন্স তুলনাহীন ছিল। আমি শেষ à§© বছর প্রচুর সমর্থন, নির্দেশনা এবং অনুপ্রেরণার জন্য CSSC কে ধন্যবাদ জানাতে চাই। আমি ২০১৯ সালে যোগদান করেছি।  সবসময় CSSC থেকে  সাহায্য পেয়েছি।”

আরও পড়ুন: ‘একমাত্র মমতাই মোদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন’, বললেন জহর সরকার

সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার সিভিল সার্ভিসে  আগ্রহীদের সাহায্য করার লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনটি ধাপে এই পরীক্ষা হয়। প্রথম প্রিলিমস, দ্বিতীয় মেইনস ও শেষে ইন্টারভিউ রাউন্ড। গোটা দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণী এই পরীক্ষার জন্য তৈরি হন। যদিও এতে সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন। এবার যেমন সাফল্য পেলেন ৭৬১জন। ৭৬১ জনের মধ্যে ৫৪৫ জন পুরুষ এবং ২১৬ জন মহিলা – পরীক্ষায় সাফল্য পেয়েছেন। সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২০ সালের ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার জন্য ১০,৪০,০৬০ জন প্রার্থী আবেদন করেছিলেন। যাদের উপস্থিত ছিলেন  ৪,৮২,৭৭০ জন। ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত লিখিত (মূল) পরীক্ষায় মোট ১০,৫৬৪ জন পরীক্ষার্থী উপস্থিত হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। তাদের মধ্যে ২,০৫৩ জন ইন্টারভিউ রাউন্ডে মেতে পেরেছিলেন। ৭৬১ জন সফল প্রার্থীর মধ্যে ২৫ জন বিশেষভাবে সক্ষম।

 

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version