Saturday, August 23, 2025

মার্কিন যুক্তরাষ্ট্রে লাইনচ্যুত ট্রেনের ৭টি বগি, মৃত ৩, আহত কমপক্ষে ৫০

Date:

মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় লাইনচ্যুত হয়ে গেল আমট্রাক ট্রেন। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। কী করে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

আরও পড়ুন:এগিয়ে আসছে ‘গুলাব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

জানা গেছে, শনিবার দুপুরে প্রায় ১৪৭ জন  যাত্রী ও ১৬ জন ক্রু সদস্য নিয়ে ট্রেনটি  সিয়াটেল থেকে শিকাগোর দিকে যাচ্ছিল। আচমকাই মাঝ রাস্তায় জপলিন অঞ্চলের কাছে ট্রেনটির ১০টি কামরার মধ্যে সাতটি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে। রেল সংস্থার তরফে দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে জানানো না হলেও একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধারকার্য শুরু করেছে অ্যামট্রাক। ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে এবং আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আমট্রাকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই দুর্ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন যাত্রী ও ট্রেনের কর্মী আহত হয়েছেন। আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version