Sunday, August 24, 2025

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আগে যে পরিমাণ ইলিশ রফতানি করা হবে বলা হয়েছিল তার সঙ্গে আরও ২৫২০ মেট্রিক টন ইলিশ রফতানি করা হবে। সব মিলিয়ে মোট ৪৬০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।
ইতিমধ্যেই বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আসতে শুরু করে দিয়েছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন বাজারে। ১২ অক্টোবর মহাসপ্তমী। আগে বলা হয়েছিল যে ১০ অক্টোবর পর্যন্ত এই ইলিশ রফতানি করবে বাংলাদেশ। কিন্তু, আজ জানিয়ে দেওয়া হয়েছে রফতানি শেষ করতে হবে ৩ অক্টোবরের মধ্যেই।

কারণ, ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি করা সব কিছু বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে ওপার বাংলার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক মহম্মদ ইফতেখার হোসেন জানান, ইলিশের উৎপাদন বাড়াতে এবং ইলিশ যাতে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পুরো দেশেই ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। তিনি জানান, এই সময় ইলিশের প্রজনন মরশুম। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মৎস্য দফতরের আধিকারিকরা জানান, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে, সব মিলিয়ে ১৫ থেকে ১৭ দিন, ডিম পাড়ার জন্য, সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে। তাই, অন্যান্য বছরের মতই এই বছরও মোট ২২ দিন ইলিশ এবং অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। ২০০৮ সাল থেকেই এই নিয়ম চলে আসছে।

 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version