Friday, November 14, 2025

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আগে যে পরিমাণ ইলিশ রফতানি করা হবে বলা হয়েছিল তার সঙ্গে আরও ২৫২০ মেট্রিক টন ইলিশ রফতানি করা হবে। সব মিলিয়ে মোট ৪৬০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।
ইতিমধ্যেই বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আসতে শুরু করে দিয়েছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন বাজারে। ১২ অক্টোবর মহাসপ্তমী। আগে বলা হয়েছিল যে ১০ অক্টোবর পর্যন্ত এই ইলিশ রফতানি করবে বাংলাদেশ। কিন্তু, আজ জানিয়ে দেওয়া হয়েছে রফতানি শেষ করতে হবে ৩ অক্টোবরের মধ্যেই।

কারণ, ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি করা সব কিছু বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে ওপার বাংলার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক মহম্মদ ইফতেখার হোসেন জানান, ইলিশের উৎপাদন বাড়াতে এবং ইলিশ যাতে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পুরো দেশেই ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। তিনি জানান, এই সময় ইলিশের প্রজনন মরশুম। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মৎস্য দফতরের আধিকারিকরা জানান, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে, সব মিলিয়ে ১৫ থেকে ১৭ দিন, ডিম পাড়ার জন্য, সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে। তাই, অন্যান্য বছরের মতই এই বছরও মোট ২২ দিন ইলিশ এবং অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। ২০০৮ সাল থেকেই এই নিয়ম চলে আসছে।

 

 

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version