শনিবার আইপিএলের ( IPL)দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (sunrisers hyderabad )বিরুদ্ধে পাঁচ রানে জিতল পাঞ্জাব কিংস( Punjab kings)। ম্যাচের সেরা হায়দরাবাদের জেসন হোল্ডার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেন মারক্রাম। ২৭ রান করেন তিনি। কে এল রাহুল করেন ২১। ৫ রান করেন ময়ঙ্ক আগরওয়াল। ১৪ রান করেন ক্রিস গেইল। হায়দরাবাদের হয়ে তিন উইকেট নেন জেসন হোল্ডার। একটি করে উইকেট নেন সন্দিপ শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান এবং আব্দুল সামাদ।

জবাবে ব্যাট করতে নেমে ১২০ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে লড়াই চালান ঋদ্ধিমান সাহা এবং জেসন হোল্ডার। ৩১ রান করেন ঋদ্ধিমান। ৪৭ রান করে অপরাজিত হোল্ডার। পাঞ্জাবের হয়ে তিন উইকেট নেন রবি, দুটি উইকেট নেন মহম্মদ শামি। একটি উইকেট নেন অর্শদীপ সিং।

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে ৩৩ রানে জয় দিল্লির
