Thursday, August 28, 2025

যোগী রাজ্যে বিজেপি বিরোধী প্রচার, মহাপঞ্চায়েত থেকে হুঁশিয়ারি টিকাইতের

Date:

কৃষক আন্দোলনের অন্যতম নেতা তথা ভারতীয় কৃষক ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত রবিবার উত্তর প্রদেশের জনসভা থেকে স্পষ্ট করে দিয়েছেন তিনটি কৃষি আইন প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলনস্থল পরিত্যাগ করবেন না। প্রয়োজনে তারা দিল্লি  সীমানাতেই মৃত্যু বরণ করবেন।  এদিনের সভা থেকে রাকেশ টিকাইত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। সরকার যদি আইন প্রত্যাহার না করে তাহলে গোটা দেশেই এজাতীয় সভার আয়োজন করা হবে। এই দেশ কাউকে বিক্রি করতে কৃষকরা দেবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এদিনের সভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
আন্দোলনকারী কৃষকরা এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ল। উত্তর প্রদেশের মুজাফ্ফরনদরে একটি বিশাল সভার আয়োজন করা হয়েছে। এই সভায় থেকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরোধিতা শুরু করেছে আন্দোলনকারী কৃষকরা। কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছে দিল্লির সীমানায়। তারপর থেকে ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে সেই আন্দোলন। এতদিন এই আন্দোলন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ছিল।তবে এদিন আন্দোলনকারী কৃষকদের বিজেপি বিরোধিতার স্পষ্ট রূপ দেখল দেশের মানুষ।
আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। মুখ্যমুন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের ওপর চাপ তৈরি করতে, আন্দোলনকারী কৃষকরা একাধিক পন্থা গ্রহণ করেছে। যদিও কেন্দ্র বলেছে মুষ্টিমেয় কিছু কৃষকই এই আন্দোলনে সামিল হয়েছে। তবে আন্দোলনকারী কৃষকরা তাতে দমার নয়। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে উত্তর প্রদেশের এই জনসভা থেকেই তারা কৃষি আইন প্রত্যাহারের দাবি আরও জোরালো করতে চায়। সংসদে যারা বসে রয়েছে  তাদের কানে যাতে কৃষকদের দাবি পৌঁছায় তার জন্যই এই জনসভার আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে আন্দোলনকারীরা।
কৃষকরা বিজেপির বিরুদ্ধে একাধিক কর্মসূচি গ্রহণ করে চাপে ফেলতে চাইছে যোগী সরকারকে। কৃষকদের পক্ষ থেকে জানান হয়েছে রাজ্যের একাধিক গ্রামে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার চালাবে তারা। ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধেরও ডাক দেওয়া হয়েছে। উত্তর প্রদেশ কৃষকদের সবথেকে বড় মহাপঞ্চায়েত এটাই বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। মোর্চার তরফ থেকে দাবি করা হয়েছে, জাতি, ধর্ম, রাজ্য শ্রেণী নির্বিশেষে সকল মানুষই তাদের সমর্থন করেছে।

 

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version