Wednesday, November 5, 2025

স্বাস্থ্যপরিষেবাকে সহজ ও সুলভ করতে ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’ ঘোষণা মোদির

Date:

স্বাস্থ্যক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত সরকার(Indian government)। সোমবার ভার্চুয়ালি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন(Ayushman Bharat digital mission) লাঞ্চ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই পদক্ষেপকে যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী জানালেন, দেশের গরিব ও মধ্যম বর্গের মানুষের চিকিৎসায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর মাধ্যমে দেশের প্রতিটি মানুষের একটি নিজস্ব হেলথ আইডি তৈরি করা হবে।

এই উদ্যোগের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, এখন থেকে প্রত্যেকের একটি নিজস্ব হেলথ আইডি তৈরি হবে। যার মাধ্যমে রোগী এবং ডাক্তার তাদের অতীতের সমস্ত রেকর্ড চেক করতে পারবেন। যেখানে ডাক্তার-নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন হবে হাসপাতাল ক্লিনিক মেডিকেল স্টোরগুলিরও। পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া অভিযান দেশের সামান্য মানুষেরও শক্তি বাড়িয়ে দিয়েছে। আমাদের দেশে এখন ১৩০ কোটি আধার নম্বর, ১১৮ কোটি মোবাইল ব্যবহারকারী, ৮০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ও ৪৩ কোটি জনধন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। পৃথিবীর কোথাও এই বিশাল সংখ্যাটা নেই।

আরও পড়ুন:কৃষি আইনের প্রতিবাদে ডাকা ভারত বনধে সামিল বাংলাও, জেলায় জেলায় বিক্ষোভ

উল্লেখ্য, ৭৪ তম স্বাধীনতা দিবসে ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’-এর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ছ’টি কেন্দ্র শাসিত অঞ্চলে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে তা কার্যকর করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ‘আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই প্রক্রিয়া যেমন বিপ্লব এনেছে, আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্পও জাতীয় স্বাস্থ্যক্ষেত্রকে অনেকটা বদলে দেবে। অসুস্থ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন একটি মাত্র ক্লিকে।’ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী।

এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য পরিচয়পত্র তৈরি। যা তাঁদের ‘হেলথ অ্যাকাউন্ট’ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ‘হিসাবের খাতা’ হিসাবে গণ্য হবে। যাতে মোবাইলের মাধ্যমে তথ্য ভরে দেওয়া যাবে। আর এই ‘হিসাবের খাতা’ স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার সময় কাজে লাগবে পরিষেবা প্রদানকারীদের।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version