Sunday, November 9, 2025

পাঞ্জাব: সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর, দিল্লি সফরে অমরিন্দর, বিজেপি যোগের সম্ভাবনা

Date:

পাঞ্জাব রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। সম্প্রতি মুখ্যমন্ত্রী পরিবর্তনের পাশাপাশি পাঞ্জাব(Punjab) কংগ্রেসের সভাপতির(Congress President) দায়িত্ব দেওয়া হয়েছিল নভজোৎ সিং সিধুকে(Navjot Singh Sidhu)। মঙ্গলবার অতর্কিতে সেই পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন সিধু। হঠাৎ তাঁর এই ইস্তফার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে শীর্ষ নেতৃত্বের সঙ্গে চরম সংঘাত ও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার দিল্লি সফরে গিয়েছেন অমরিন্দর সিং(Amrinder Singh)। তাঁর এই সফরকে ঘিরে জল্পনা শুরু হয়েছে, এবার হয়তো কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন ‘অভিমানী’ অমরিন্দর। সব মিলিয়ে আগামী বছর নির্বাচনের আগেই তুমুল সঙ্কটে পড়েছে পাঞ্জাব কংগ্রেস।

আরও পড়ুন:বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের, বাড়ছে তৃণমূল যোগের সম্ভাবনা

মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দেন সিধু। যেখানে তিনি জানান, “প্রদেশ সভাপতির পদ ছাড়লেও কংগ্রেসেই আছি। পাঞ্জাবের উন্নয়নের জন্য কোনও সমঝোতা করতে পারব না। সমঝোতার মধ্যেই চরিত্রের অবনমনের বীজ নিহিত থাকে। যার ফলেই ইস্তফা দিচ্ছি আমি। তবে কংগ্রেস কর্মী হিসেবে কাজ করব।” এদিকে আজই পাঞ্জাবে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন হয়েছে, এর কয়েক ঘণ্টা পরই সিধুর এই ইস্তফা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া অমরিন্দর সিং আজই গিয়েছেন দিল্লি সফরে। দিল্লি সফরকে ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন অমরিন্দর। এরপর হয়তো আজই বিজেপিতে যোগ দেবেন তিনি। যদিও তাঁর বিজেপি যোগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতার মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কাজে দিল্লি এসেছেন অমরিন্দর। কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করবেন তিনি।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version