Thursday, August 21, 2025

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব এখনও কাটেনি। তার আগেই ফের আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন (The Indian Meteorological Department)। গুলাবের প্রভাবে আরও এক নতুন সাইক্লোনের জন্ম হয়েছে। এই সাইক্লোনের নাম হবে ‘শাহিন’ (Cyclone Shaheen)। শুক্রবারই এই ঝড়ের অনুকূল ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা।রবিবার স্থলভাগে আছড়ে পড়ার পর থেকে শক্তি হারাতে শুরু করেছিল সাইক্লোন ‘গুলাব’ (Cyclone Gulab)। মঙ্গলবার আরও শক্তি ক্ষয় করেছে গভীর নিম্নচাপ।
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর-পূর্ব আরব সাগর এবং গুজরাত উপকূলে ফের একটি ঘূর্ণাবর্ত আবির্ভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, সম্ভবত শুক্রবার এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়তে পারে।আবহবিদরা জানিয়েছেন, এ ভাবে একটি ঘূর্ণিঝড়ের (Cyclone Gulab) লেজ থেকে শক্তি বাড়িয়ে আরও একটি ঘূর্ণিঝড় (Cyclone Shaheen) তৈরি হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ৯৬-১২০ ঘণ্টার মধ্যে আরব সাগর থেকে জলীয়বাষ্প সংগ্রহ করে সাইক্লোনটি আরও শক্তিশালী হবে। তারপরে শক্তি বাড়িয়ে ভূমিভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।

আরও পড়ুন – মালদ্বীপ পৌঁছনোর আগেই চিন্তার ভাঁজ ভারতীয় দলে, করোনায় আক্রান্ত অমরিন্দর সিং
জানা গিয়েছে, ২০১৮ সালে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারতের পশ্চিম উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গাজা (Cyclone Gaja) তামিলনাড়ু পুদুচেরীতে এভাবেই আছড়ে পড়েছিল।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ওমানের (Oman) দিকে এটি সরে যাবে এবং আরব সাগরে প্রবেশ করার পরে তা ফের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version