ভবানীপুরে ভোট পর্যন্ত জারি ১৪৪ ধারা

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে (Bhawanipur) উপনির্বাচন। তার আগেই এলাকায় জারি হল ১৪৪ ধারা। মঙ্গলবার সন্ধে সাড়ে ৬ টা থেকে ভোট গ্রহণ পর্যন্ত এই ধারা জারি থাকবে।

শেষের দিকে প্রচারে গিয়ে বাম-বিজেপি (Left-Bjp) এলাকায় বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করে। অভিযোগ বানচাল করতেই এই প্রক্রিয়া। সোমবার, যদুবাবুর বাজার চত্বরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি হয়। সেই সময়ে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা আগ্নেয়াস্ত্র বের করে জনতার দিকে তাক করে হুমকি দেন। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে।  এরপরে মঙ্গলবার বিকেলে এলাকায় ১৪৪ ধারা জারি করা হল।

উপনির্বাচনের জন্য এদিন লালবাজারে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের নেতৃত্বে বিশেষ বৈঠক করেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ছিলেন ভবানীপুর বিধানসভার অন্তর্গত নটি থানার অফিসার ইনচার্জ, ডিভিশন ইনচার্জ। লালবাজার সূত্রে খবর,

• ভবানীপুরে ভোটগ্রহণের আগের দিন থেকে পরেরদিন গুলিতেও বিশেষ নজর রাখা হবে।

• নির্বাচনের সময় আগে ও পরে বিধানসভা এলাকার সব সিসিটিভি ফুটেজ লালবাজার থেকে মনিটরিং করা হবে।

• প্রতিটি বুথের সামনে ও বিভিন্ন এলাকাতে মোতায়েন থাকবে বাড়তি ফোর্স।

• রাখা হবে মহিলা পুলিশ।

• কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে।

আরও পড়ুন- “কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না”, রাহুলের হাত ধরে নতুন ইনিংস শুরু কানহাইয়ার