Sunday, August 24, 2025

মোদি মন্ত্রিসভায় বঞ্চিত বাংলা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বাবুল

Date:

তৃণমূলে যোগ দেওয়ার পর এই প্রথম একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিশানা করলেন বাবুল সুপ্রিয়।রাজনৈতিক মহলের একাংশ বরাবরই বলে আসছিল, মন্ত্রিত্ব খুইয়েই দলবদল করেছেন বাবুল। সেই দাবি অবশ্য প্রকাশ্যে কখনই মানেননি তিনি। বরং বলেছিলেন, সাত বছর মানুষের জন্য কাজ করার পর মন্ত্রিত্ব চলে গেলে খারাপ তো লাগেই।
বুধবার তিনি বলেন, সাত বছরে মনে হয়েছে, প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। সাত বছরে ক্যাবিনেট মন্ত্রী তো দূর, পূর্ণ মন্ত্রীও করা হয়নি।তবে, এই অভিযোগ শুধুমাত্র তাঁর নিজের বিষয়ে নয়, বরং সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়ার নামও করেছেন বাবুল সুপ্রিয়। বলেছেন, আমি আমার কথা বলছি না, কিন্তু সুরিন্দর সিং আলুয়ালিয়া জি কত সিনিয়র, তাঁকেও কোনও পূর্ণ মন্ত্রীর পদ দেওয়া হয়নি। এরপরই তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে বাবুল বলেন, উন্নয়নের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে নাম লিখিয়েছেন তিনি।রাজ্যের মানুষের উন্নয়নের জন্য মমতাদি আমাকে যে দায়িত্ব দিতে চেয়েছেন, সেই কারণেই আমি তৃণমূলে।

আরও পড়ুন- করোনাকালেও অর্থনৈতিক সাফল্য: রেকর্ড হারে GDP বৃদ্ধি বাংলার, টুইট ডেরেকের
এবার দল পাল্টে স্বয়ং প্রধানমন্ত্রীকে আক্রমণ শানাতে বাঙালি আবেগকেই হাতিয়ার করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।তৃণমূলে এসে তাঁর দায়িত্ব কী হবে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মত, রাজ্যের কোনও গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও করা হতে পারে বাবুল সুপ্রিয়কে। সেই সূত্রে এদিন মন্ত্রিত্ব নিয়ে যেভাবে খোদ নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন বাবুল, তাতে সেই সম্ভাবনা আরও বাড়ল বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version