Thursday, November 13, 2025

বিজেপি যোগের জল্পনা উস্কে অমিত শাহের বাসভবনে গেলেন অমরিন্দর সিং!

Date:

কয়েকদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তারপর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। এর মধ্যেই কংগ্রেসের প্রবীণ নেতা অমরিন্দর সিং গেলেন বিজেপি নেতা অমিত শাহের বাসভবনে। রাজ্যের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক দিন পরেই কেন তিনি বিজেপি নেতার বাড়িতে? উঠছে প্রশ্ন।

আজ, বুধবার সন্ধে ৬ টায় অমিত শাহের বাসভবনে গিয়েছিলেন অমরিন্দর সিং। এক ঘণ্টার বেশি সময় ধরে তিনি শাহর সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকরা অমরিন্দর সিংকে বিজেপিতে যোগদানের কথা জিজ্ঞেস করলে তিনি বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন।

আরও পড়ুন-গোয়ায় নতুন সূর্যোদয় হবে, আমাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: অভিষেক

চলতি মাসের শুরুর দিকে অমরিন্দর সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগেই তাঁর ইস্তফা দেওয়া রাজনৈতিক মহলের একাংশ ভালো চোখে নিতে পারেনি। টিম অমরিন্দর সিং আজকের সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎ বলেই আখ্যা দিয়েছে। তবে এই সাক্ষাৎ যে নেহাত সৌজন্যের নয়, সেটা ভালোভাবেই টের পাচ্ছে রাজনৈতিক মহল।

বিগত কয়েক বছর ধরেই অমরিন্দর সিং বনাম নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্ব চলছে। তবে সম্প্রতিই তা চরমে ওঠে। সিধু পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পরই সিধু ঘনিষ্ঠ বিধায়করা মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরানোর দাবি জানান। রীতিমত চাপের মুখে পড়ে কিছুদিন আগে নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। এভাবে বারবার অপমান করায় ক্ষোভ উগরেও দেন তিনি। অমরিন্দর সিংয়ের পরবর্তী সময়ে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নিকে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version