হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইনজামাম উল হক( Inzamam Ul Haq)। এদিন টুইট করে এ খবর জানালেন তাঁর প্রাক্তন সতীর্থ তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা( Ramiz Raja)। সোমবার হৃদরোগে আক্রান্ত হন ইনজামাম। তারপরই লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয় পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ককে। এদিন টুইটারে ইনজামামকে বিশ্রাম নেওয়ার উপদেশ দেন রামিজ রাজা।

পাকিস্তানের বোর্ড প্রধান এদিন টুইটারে লেখেন, “ভালো থেকো ইনজি। তুমি বাড়ি ফিরে এসেছ, এটা খুব ভালো খবর। বিশ্রাম নাও আর সেরে ওঠো বন্ধু।”

Inzi wishing you well and so good that you are now back at home. Rest and recoup my friend.
— Ramiz Raja (@iramizraja) September 28, 2021
সোমবার হৃদরোগে আক্রান্ত হন ইনজামাম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের করা হয় অ্যাঞ্জিয়োপ্লাস্টিও। বেশ কয়েক দিন ধরের বুকে ব্যাথা অনুভব করছিলেন ইনজামাম। সোমবার তাঁর শারীরিক পরীক্ষা করা হলে হৃদরোগের কথা জানা যায়। সঙ্গে সঙ্গে করা হয় অ্যাঞ্জিয়োপ্লাস্টি।
আরও পড়ুন:উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পিএসজির, নতুন ক্লাবে নিজের প্রথম গোল মেসির
