Thursday, August 21, 2025

এবার পিয়ারলেসে হবে জাইকোভ-ডি এর তিনটি ডোজ থেকে কমে দু’টি ডোজের ট্রায়াল!

Date:

Share post:

কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক’ ভি-এর পর এবার জাইকোভ-ডি কোভিড-প্রতিষেধক হিসেবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে। তবে এই ভ্যাকসিন তিনটি ডোজের। এই তিনটি ডোজ নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। সেই কারণে উৎপাদক সংস্থা দেখতে চাই জাইকোভ-ডি ভ্যাকসিনটির যদি দুটি ডোজ দেওয়া হয় তবে কেমন কাজ হয়।

আরও পড়ুন: উৎসশ্রীর আবেদন পড়ে থাকলেই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ: কড়া বার্তা ব্রাত্যর

জাইকোভ-ডি ২৮ দিনের ব্যবধানে ২ মিলিগ্রাম করে দেওয়ার কথা। কিন্তু তার বদলে যদি ৩ মিলিগ্রাম করে দুটি ডোজ দেওয়া হয় তাহলে কী হল পাওয়া যাবে, তা দেখতেই এবার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে দেশে। সেখানে রয়েছে কলকাতাও। দেশের মোট ৫ টি কেন্দ্রে ৩ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা করা হবে। এরমধ্যে পূর্ব ভারতের একমাত্র কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে হাসপাতাকে।

হাসপাতাল সূত্রে খবর, সেখানে মোট ৩০০ জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলকভাবে দুটি ডোজের জাইকোভ-ডি প্রয়োগ করা হবে। এ প্রসঙ্গে পিয়ারলেস হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছেন, ড্রপ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পর তাদের হাসপাতালে এথিক্স কমেটিও এই ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই পিয়ারলেসে শুরু হবে ট্রায়াল। ফার্মাকোলজি বিশেষজ্ঞ শুভ্রজ্যোতি ভৌমিকের কথায়, “১২ বছরের বেশি বয়সীদের জাইকোভ-ডি টিকাকরণের ক্ষেত্রে তিন ডোজের বদলে দু’ডোজের প্রতিষেধক চলে এলে অবশ্যই টিকাকরণে গতি আসবে। অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক কিশোর-কিশোরীকে ভ্যাকসিন দেওয়া যাবে।”
advt 19

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...