Saturday, December 20, 2025

এবার পিয়ারলেসে হবে জাইকোভ-ডি এর তিনটি ডোজ থেকে কমে দু’টি ডোজের ট্রায়াল!

Date:

Share post:

কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক’ ভি-এর পর এবার জাইকোভ-ডি কোভিড-প্রতিষেধক হিসেবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে। তবে এই ভ্যাকসিন তিনটি ডোজের। এই তিনটি ডোজ নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। সেই কারণে উৎপাদক সংস্থা দেখতে চাই জাইকোভ-ডি ভ্যাকসিনটির যদি দুটি ডোজ দেওয়া হয় তবে কেমন কাজ হয়।

আরও পড়ুন: উৎসশ্রীর আবেদন পড়ে থাকলেই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ: কড়া বার্তা ব্রাত্যর

জাইকোভ-ডি ২৮ দিনের ব্যবধানে ২ মিলিগ্রাম করে দেওয়ার কথা। কিন্তু তার বদলে যদি ৩ মিলিগ্রাম করে দুটি ডোজ দেওয়া হয় তাহলে কী হল পাওয়া যাবে, তা দেখতেই এবার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে দেশে। সেখানে রয়েছে কলকাতাও। দেশের মোট ৫ টি কেন্দ্রে ৩ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা করা হবে। এরমধ্যে পূর্ব ভারতের একমাত্র কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে হাসপাতাকে।

হাসপাতাল সূত্রে খবর, সেখানে মোট ৩০০ জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলকভাবে দুটি ডোজের জাইকোভ-ডি প্রয়োগ করা হবে। এ প্রসঙ্গে পিয়ারলেস হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছেন, ড্রপ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পর তাদের হাসপাতালে এথিক্স কমেটিও এই ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই পিয়ারলেসে শুরু হবে ট্রায়াল। ফার্মাকোলজি বিশেষজ্ঞ শুভ্রজ্যোতি ভৌমিকের কথায়, “১২ বছরের বেশি বয়সীদের জাইকোভ-ডি টিকাকরণের ক্ষেত্রে তিন ডোজের বদলে দু’ডোজের প্রতিষেধক চলে এলে অবশ্যই টিকাকরণে গতি আসবে। অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক কিশোর-কিশোরীকে ভ্যাকসিন দেওয়া যাবে।”
advt 19

 

spot_img

Related articles

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা...