Thursday, August 21, 2025

এবার পিয়ারলেসে হবে জাইকোভ-ডি এর তিনটি ডোজ থেকে কমে দু’টি ডোজের ট্রায়াল!

Date:

কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক’ ভি-এর পর এবার জাইকোভ-ডি কোভিড-প্রতিষেধক হিসেবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে। তবে এই ভ্যাকসিন তিনটি ডোজের। এই তিনটি ডোজ নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। সেই কারণে উৎপাদক সংস্থা দেখতে চাই জাইকোভ-ডি ভ্যাকসিনটির যদি দুটি ডোজ দেওয়া হয় তবে কেমন কাজ হয়।

আরও পড়ুন: উৎসশ্রীর আবেদন পড়ে থাকলেই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ: কড়া বার্তা ব্রাত্যর

জাইকোভ-ডি ২৮ দিনের ব্যবধানে ২ মিলিগ্রাম করে দেওয়ার কথা। কিন্তু তার বদলে যদি ৩ মিলিগ্রাম করে দুটি ডোজ দেওয়া হয় তাহলে কী হল পাওয়া যাবে, তা দেখতেই এবার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে দেশে। সেখানে রয়েছে কলকাতাও। দেশের মোট ৫ টি কেন্দ্রে ৩ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা করা হবে। এরমধ্যে পূর্ব ভারতের একমাত্র কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে হাসপাতাকে।

হাসপাতাল সূত্রে খবর, সেখানে মোট ৩০০ জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলকভাবে দুটি ডোজের জাইকোভ-ডি প্রয়োগ করা হবে। এ প্রসঙ্গে পিয়ারলেস হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছেন, ড্রপ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পর তাদের হাসপাতালে এথিক্স কমেটিও এই ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই পিয়ারলেসে শুরু হবে ট্রায়াল। ফার্মাকোলজি বিশেষজ্ঞ শুভ্রজ্যোতি ভৌমিকের কথায়, “১২ বছরের বেশি বয়সীদের জাইকোভ-ডি টিকাকরণের ক্ষেত্রে তিন ডোজের বদলে দু’ডোজের প্রতিষেধক চলে এলে অবশ্যই টিকাকরণে গতি আসবে। অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক কিশোর-কিশোরীকে ভ্যাকসিন দেওয়া যাবে।”

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version