Friday, November 14, 2025

স্কুল-ফি না দিলেও বসতে দিতে হবে পরীক্ষায়, নির্দেশ হাইকোর্টের

Date:

পড়ুয়াদের ন্যূনতম অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। স্কুল ফি না দিলেও বসতে দিতে হবে পরীক্ষায়। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বেতন নিয়ে যে সমস্যাই থাক না কেন, কোনও পড়ুয়াকে স্কুল থেকে তাড়ানো যাবে না। প্রত্যেককে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। স্কুল ফি মামলায় বেসরকারি স্কুলগুলিকে শুক্রবার এই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: আমরাও সিপিএমের মতো মানুষকে বোঝাতে পারিনি, তাই ক্ষমতায় নেই; স্বীকারোক্তি দিলীপের

অভিযোগ উঠছে, পুরো বেতন দিতে না পারায় অনেক পড়ুয়াকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, অথবা পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। এই নিয়েই মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। স্কুলগুলির অভিযোগ, আদালতের নির্দেশ মানছেন না অভিভাবকরা। বকেয়া বেতন মেটাচ্ছেন না তাঁরা। অন্যদিকে, অভিভাবকদের দাবি, আদালতের নির্দেশ মেনে ৮০ শতাংশ বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, কোভিড পরিস্থিতির মধ্যেও স্কুল ফি বাড়ানো হচ্ছে। আর তার প্রতিবাদ করার জেরে অনেক পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এরপর বিচারপতি নির্দেশ দেন, সব পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিতে হবে। তাদের বঞ্চিত করা যাবে না। অবিলম্বে স্কুলগুলিকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে বলে জানায় আদালত। তবে বর্ধিত বেতন নিয়ে কিছু জানায়নি আদালত।

বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে বকেয়া ফি জমা করার জন্য আগেই ডেডলাইন বেঁধে দিয়েছিল হাইকোর্ট। স্কুল ফি নিয়ে আদালত জানিয়েছিল, ২০২০-২১ শিক্ষাবর্ষে যে পড়ুয়াদের ফি এখনও বকেয়া রয়েছে, তার ৫০ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। আদালতের নির্দেশ ছিল,  যে সকল পরিষেবা লকডাউন চলাকালীন স্কুল দিতে পারেনি, সে সংক্রান্ত কোনও ফিও নেওয়া যাবে না।

 

Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version