Wednesday, November 5, 2025

গেরুয়া শিবিরে ফের উইকেট পতন, বিজেপি ছাড়ার ঘোষণা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

Date:

পার্টি অফিস থেকে আগেই খুলে ফেলেছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি। মুছে ফেলেছেন বিজেপির (BJP) সমস্ত “চিহ্ন”! সব জল্পনার অবসান ঘটিয়ে এবার গেরুয়া শিবিরের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন রায়গঞ্জের বিধায়ক (Roygunj MLA) কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি জানালেন, সাংসদ (MP) দেবশ্রী চৌধুরীর (Debarshree Chowdhury) সঙ্গে একই দল করা তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে তাঁর দলবদলের সম্ভাবনা আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সাংবাদিক বৈঠক করে কৃষ্ণ কল্যাণী বলেন, “এখানকার সাংসদ কখন এলাকায় আসেন, কখন চলে যান আমরা এতদিন পার্টি করেও কিছুই জানতে পারিনি। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না তিনি। এলাকার মানুষ প্রয়োজনে সাংসদকে কাছে পান না। তাই জানানো প্রয়োজন করছি। যেখানে বিধায়কের সম্মান নেই, সেখান থেকে সরে যাওয়াই ভাল।”

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে রায়গঞ্জে যান সাংসদ দেবশ্রী চৌধুরী। দীর্ঘক্ষণ সেখানে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর কৃষ্ণ কল্যাণীকে শো-কজ করে বিজেপি রাজ্য কমিটি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকারের মাধ্যমে সেই নোটিশ পাঠানো হয় রায়গঞ্জের দলীয় বিধায়ককে। তারপর এদিন বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জানান কৃষ্ণ কল্যাণী।

আরও পড়ুন:ভারতের ইতিহাসে সুন্দরী-মহিয়সীরা

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version