Tuesday, November 4, 2025

রাজ্যের সব পতিতাপল্লি একজোট, এবার পুজোয় মিলবে না বেশ্যাদ্বার মাটি

Date:

দুর্গাপুজোয় ‘বেশ্যাদ্বার মৃত্তিকা’ ছাড়া প্রতিমা অপূর্ণ । এর উল্লেখ রয়েছে শাস্ত্রে। কিন্তু বাংলার বেশ্যা সমাজ সেই রীতি মানার জন্য বারোয়ারি কমিটিগুলির পাশে আর দাঁড়াতে চায় না। এর আগেও এমন কথা তারা বলেছেন । কিন্তু এবার সবাই এককাট্টা । এদের হয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। যে পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে, সেখানে কেন সবাই এককাট্টা? এ প্রশ্নটির উত্তর কিন্তু অনেক গভীরে । কাঠগড়ায় কেন্দ্রের তুঘলকি আইন।

এই সংগঠনের সম্পাদক কাজল বসু জানিয়েছেন , ‘আগেও আমরা এই কথা বলেছি যে, আমাদের দরজার মাটি না পেলে পুজো হবে না, কিন্তু কেউ আমাদের ঘরের চৌকাঠ পার হলেই অপরাধী। কেন্দ্রীয় সরকারের নতুন আইনই সেটা বলেছে। তাই আমরা ঠিক করেছি, গোটা রাজ্যেই এ বার সব পতিতাপল্লি এক সুরে বলবে, দরজার মাটি দেব না।

আরও পড়ুন- পুজোর দিনগুলোতে রাজ্যে নির্বাচনী প্রচার বন্ধ রাখার আবেদন মমতার

তবে কি বাঙালির দুর্গাপুজো তার কৌলিন্য হারাতে চলেছে কেন্দ্রীয় সিদ্ধান্তে? এ প্রশ্ন কিন্তু উঠছে। দুর্বারের বক্তব্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে মানবপাচার-বিরোধী আইন তৈরির উদ্যোগ নিয়েছে তাতে এই পেশায় যুক্ত যৌনকর্মীরা বিপদের মধ্যে পড়বেন। এমনকি, এই পেশাই উঠে যেতে পারে বলে মনে করছেন অনেকে। অথচ, এই পেশায় শুধুমাত্র কলকাতার সোনাগাছিতেই আছেন ৪৫ হাজার মা-বোন। সারা ভারতে সেই পরিসংখ্যান কয়েক লক্ষ।

প্রসঙ্গত,‘ট্র্যাফিকিং পার্সনস (প্রিভেনশন, প্রোটেকশন অ্যান্ড রিহ্যাবিলেটশন) বিল ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে। এখন রাজ্যসভার অনুমোদন পেলেই তা আইন রূপায়নের দিকে এগিয়ে যাবে। সেই বিলই সিলেক্ট কমিটি-তে পাঠানোর দাবি তুলে গত অগস্ট মাসে সংসদ চলাকালীনই সরব হয়েছিল দুর্বার।

তাদের বক্তব্য খুব স্পষ্ট । তারা অভিযোগ করেছেন, মানবপাচার রোধের নামে আসলে যৌনকর্মীদের পেশাটাকেই তুলে দিতে চাইছে কেন্দ্র। সেই রেশ টেনেই সর্বজনীন দুর্গাপুজোকে বয়কট করতে চাইছেন পতিতাপল্লির বাসিন্দারা।

দুর্বার অবশ্য নিজেদের পুজো করছে এ বারও। তবে এর আগে সেই পুজোয় পুলিশের অনুমতি নিয়ে রীতিমতো চাপে পড়তে হয়েছিল দুর্বারকে। সেই সময় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করেছিল দুর্বার।  তাই এখন দেখার কেন্দ্রীয় আইনের জাঁতাকলে পড়ে দেওয়ালেখা পিঠ ঠেকে যাওয়া, এই পেশার সঙ্গে যুক্তরা শেষপর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকতে পারেন কিনা।

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version