Monday, November 10, 2025

একদা মুম্বই পুলিশ কমিশনার হিসাবে ছিলেন বিপুল প্রভাবশালী। আর তাঁর বিরুদ্ধেই এখন জারি হয়েছে লুকআউট নোটিশ! পরমবীর সিং কাণ্ডে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।

উল্লেখ্য, কয়েক মাস আগে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে রাখা ছিল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। কীভাবে আম্বানির বাড়ির সামনে এ ধরনের একটি গাড়ি এল তার তদন্ত করতে গিয়ে উঠে এসেছিল তোলাবাজির এক চাঞ্চল্যকর কাহিনি। মামলার তদন্ত করতে গিয়ে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং অভিযোগ করেছিলেন, প্রতি মাসে তোলাবাজি করে ১০০ কোটি টাকারও বেশি আয় করেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখ। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ কমিশনারের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ ওঠে। এই ঘটনায় একাধিকবার তাঁকে তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়। কিন্তু তাঁর কোনও খোঁজ মেলেনি। এবার তাই পরমবীরকে খুঁজে বের করার জন্য লুকআউট নোটিশ জারি করা হয়েছে। জল্পনা, তিনি নাকি এখন রাশিয়ায়! মহারাষ্ট্রের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ভালসে পাটিল বলেছেন, তোলাবাজির অভিযোগ রয়েছে পরমবীরের বিরুদ্ধে। সেই অভিযোগে যে তদন্ত চলছে তাতে পরমবীরের উচিত ছিল সরকারের সঙ্গে সহযোগিতা করা। কিন্তু উনি তা করেননি। তবে পরমবীর যদি ভাবেন পালিয়ে গিয়ে বেঁচে যাবেন তা হবে না। একাংশের অভিযোগ, তোলাবাজি কাণ্ডে যেভাবে তাঁর দিকেও আঙুল উঠছিল, তা থেকে বাঁচতেই পরমবীর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দেশ ছেড়ে বর্তমানে তিনি রাশিয়ায় আত্মগোপন করে আছেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, পলাতক প্রাক্তন সিপিকে খুঁজে বের করার জন্য তিনি কেন্দ্রের সঙ্গেও কথা বলবেন। বিজেপির ভূমিকাও এক্ষেত্রে সন্দেহের উর্ধ্বে নয়।

আরও পড়ুন- রেকর্ড! অক্সিজেন ছাড়াই প্রথম ভারতীয় হিসেবে ধৌলগিরি শৃঙ্গজয় বঙ্গকন্যা পিয়ালির

 

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version