Friday, August 29, 2025

বয়ানে অসন্তুষ্ট এনসিবি, মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান

Date:

শেষ পর্যন্ত গ্রেফতার হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Arian Khan Son of Shahrukh Khan ) ।মাদক কাণ্ডে টানা ১৬ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হল আরিয়ান খানকে। শনিবার মুম্বই থেকে গোয়াগামী একটি ক্রুজ শিপের মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান খান। সেখান থেকেই তাঁকে মাদক সেবনরত অবস্থায় আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

শনিবার রাতে থেকেই মাদক-কাণ্ডে এনসিবি-র দফতরে আটক ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে রবিবার সকাল থেকে। বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। অনুশোচনা প্রকাশ করেও বলেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। এর আগে কখনও এমন কাজ করেননি বলেই দাবি করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার হতে হলো ।

আরিয়ানের সঙ্গেই ওই ক্রুজ থেকে আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিার রাতের মাদক পার্টিতে এঁরা প্রত্যেকেই ছিলেন। এনসিবি সূত্রের খবর, আপাতত খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কোথায় কোথায় যেতেন, কাদের সঙ্গে মিশতেন এই সবকিছু নিয়েই তদন্ত হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নামী উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনও সদস্যই।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version