Wednesday, May 7, 2025

বিরোধীদের ধুলোয় মিশিয়ে জঙ্গিপুরে বিশাল ব্যবধানে জয়ী তৃণমূল

Date:

ভবানীপুর(Bhawanipur) কেন্দ্রে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই জয়ের ধারা অব্যাহত রেখে মুর্শিদাবাদের জঙ্গিপুর(Jangipur) কেন্দ্রেও বাকিদের ধুলোয় মিশিয়ে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল(TMC) প্রার্থী জাকির হোসেন(Zakir Hussain)। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি(BJP) প্রার্থী সুজিত দাসকে(Sujit Das) ৯২,৬১৩ ভোটের ব্যবধানে পিছনে ফেলে জয়ী হলেন তিনি।

নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই ছিল জঙ্গিপুর আসনে। বিজেপির তরফে এখানে প্রার্থী হয়েছিলেন সুজিত দাস। অন্যদিকে বাম প্রার্থী ছিলেন জানে আলম মিঁয়া। সকলকে পিছনে ফেলে রেকর্ড ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। তৃণমূল প্রার্থীর মোট প্রাপ্ত ভোট ১,৩৬,৩৪৭ অন্যদিকে বিজেপি প্রার্থী সুজিত দাস পেয়েছেন মোট ৩২,১৩১ ভোট। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী জানে আলমের প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৯৬৭। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজিত দাস কে ৯২,৬১৩ ভোটে পেছনে ফেলে বিপুল জয় পেলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন।

আরও পড়ুন:“More Power to her”: ভবানীপুরে রেকর্ড জয়ে দলনেত্রীকে শুভেচ্ছা বাবুলের

উল্লেখ্য, বঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালীন প্রার্থীর মৃত্যুর কারণে এই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়নি। ফলস্বরূপ ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের পাশাপাশি এই দুটি কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছিল কমিশন। গত ৩০ সেপ্টেম্বর জঙ্গিপুর কেন্দ্রে মোট ভোট পড়েছিল ৭৭.৬৩ শতাংশ। রবিবার ভোট গণনায় বাম ও বিজেপিকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে বিপুল জয় পেলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। শুধু জঙ্গিপুর নয়, ভবানীপুর কেন্দ্র, সামশেরগঞ্জ কেন্দ্রেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমিরুল ইসলাম।

 

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...
Exit mobile version