Thursday, August 28, 2025

শীতলা মন্দির-গুরুদ্বারে প্রার্থনা: লখিমপুরের ঘটনায় নিন্দার ভাষা নেই, বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

উপনির্বাচনের আগে গিয়েছিলেন ভবানীপুর শীতলা মন্দির ও গুরুদ্বারে বিপুল ভোটে জয়ের পরে ফের সোমবার বিকেলে দু’জায়গাতেই পুজো-প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay), তৃণমূল নেতা সুব্রত বক্সি (Subrata Bakshi)-সহ অনেকে। গুরুদ্বার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লখিমপুরের (Lakhimpur) ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ঘটনায় নিন্দার কোনও ভাষা নেই”।

লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপর বর্বরোচিত হামলার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত এক বছর ধরে আন্দোলন রাস্তায় আন্দোলন করছেন কৃষকরা। আর তাঁদের উপর অত্যাচার চলছে। তাঁর পাঠানো তৃণমূল সাংসদদের প্রতিনিধিদলকেও বারবার আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। বলেন, যেখানেই তাঁদের নেতা-মন্ত্রীরা যাওয়ার চেষ্টা করছে বিজেপিশাসিত সেইসব রাজ্যে ১৪৪ ধারা জারি করে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ তিনি ত্রিপুরা এবং অসমের উল্লেখ করেন। মমতা জানান, এর আগেও হাথরাসে তৃণমূলের প্রতিনিধিদলকে বাধা দেওয়া হয়েছিল। এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, “যে সরকার এত ১৪৪ ধারা জারি করে, জনগণের উচিত তাদের বিরুদ্ধেই ১৪৪ ধারা করে দেওয়া”। লখিমপুরের ঘটনায় আরও একবার প্রমাণিত, উত্তরপ্রদেশে কোনও গণতান্ত্রিক সরকারের নেই- প্রতিক্রিয়া মমতার।

এদিন বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিকে সঙ্গে নিয়ে প্রথমে শীতলা মন্দিরে গিয়ে পুজো-আরতি করেন মমতা। সেখান থেকে হেঁটে যান গুরুদ্বারে। রাস্তার দু’পাশে ভবানীপুরের মানুষ তাঁকে অভিনন্দন জানান। তিনিও সেখানে জনসংযোগ সারেন।

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version