Tuesday, November 11, 2025

বিক্ষোভরত কৃষকদের পিষে দিল বিজেপি মন্ত্রীর ছেলে, মৃত ৪

Date:

মর্মান্তিক। বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে।  উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও দশজন গুরুতর আহত হয়েছেন বলে খবর।

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির টিকুনিয়ায় বিজেপির একটি অনুষ্ঠান ছিল। সেখানেই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের। অন্যদিকে বিজেপির সভাস্থলের কাছেই কেন্দ্রের আনা কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিলেন কৃষকরা। ওই পথ দিয়েই মন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে স্বাগত জানাতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়ের মিশ্রের ছেলে আশিস মিশ্র। অভিযোগ, কৃষকরা অবস্থান বিক্ষোভ থেকে না ওঠায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে তাঁদের উপর গাড়ি চালিয়ে দেয়। শুধু তাই নয়, তিনি গুলিও চালান বলে অভিযোগ। আর এই ঘটনায় চারজন কৃষকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুলিশের তরফে দু’জন কৃষকের মৃত্যুর খবরের কথা জানানো হয়েছে।

যোগীরাজ্যের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিহত কৃষক পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল অর্থাৎ সোমবার তৃণমূলের পাঁচজনের একটি প্রতিনিধি দল নিহত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version