Wednesday, November 12, 2025

মাত্র সাত ঘণ্টার বিভ্রাট! ৭ বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন জুকেরবার্গ

Date:

মাত্র সাত ঘণ্টা। তারমধ্যেই প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন মার্ক জুকেরবার্গ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৭৩৪ কোটি টাকা। এদিন ফেসবুকের শেয়ারের দাম পড়েছে ৪.৯ শতাংশ। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেয়ারের দাম কমেছে ১৫ শতাংশ।

এই বিপুল পরিমাণ কমে জুকেরবার্গের সম্পত্তি বর্তমানে ১২ হাজার ১৬০ কোটি ডলার। বিপুল এই সম্পত্তি খোয়ানোর পর বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েকধাপ নেমে যেতে হয়েছে তাঁকে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিভ্রান্তির কারণে ফেসবুকের স্টক কম গিয়েছে। আর সে কারণেই জুকেরবার্গও বিলিয়নিয়ারদের তালিকায় পঞ্চম স্থানে নেমে এসেছেন। জুকেরবার্গ, এর আগে ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স সূচকে তৃতীয় স্থানে ছিলেন।

আরও পড়ুন:সচল হল হোয়াটসঅ্যাপ পরিষেবা, কী কারণে বিভ্রাট?

সোমবার আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে পড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও  ইনস্টাগ্রাম। যদিও পরিষেবায় বিঘ্ন ঘটার কারণে হোয়াটসঅ্যাপের সিইও মার্ক জুকেরবার্গ। বিশ্বব্যাপী তার লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে ব্যক্তিগত ক্ষমা চেয়েছেন তিনি এবং বলেছেন যে পরিষেবা মঙ্গলবারের মধ্যেই ফিরছে।  কিন্তু ফেসবুক, হোয়াটস অ্যা প ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সোশাল মিডিয়া জায়ান্ট অ্যাপস-গুলি বড় বিভ্রান্তির সম্মুখীন হওয়ার পরে কোম্পানিগুলি ফেসবুক ইনকর্পোরেশন নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন সরিয়ে নেয়। তাতেই বড়সড় ধসের মুখে পড়তে হয় জুকেরবার্গকে।  ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিল গেটসের নীচে নেমে গিয়েছেন তিনি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version