Monday, August 25, 2025

পূর্ণ উদ্যমে ভোটের প্রচারে নেমে পড়েছেন দিনহাটার প্রার্থী উদয়ন

Date:

দিনহাটা আসন এবার প্রেস্টিজ ফেক্টর৷ গত বিধানসভা নির্বাচনে ৫৭ ভোটের ব্যবধানে এই জেতা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের নয়টি আসনের মধ্যে গত নির্বাচনে দুটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। সাতটি আসনের মধ্যে ছয়টি আসনে ব্যবধান বিজেপির তুলনায় পিছিয়ে থাকলেও সবচেয়ে কম ব্যবধানে দিনহাটা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এদিকে বিপুল আসন নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর অনেকটাই চাপ মুক্ত তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি এই আসনে জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বিধায়ক পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ফের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে চাপের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। তৃণমূল কংগ্রেসের গতবারের প্রার্থী ছিলেন উদয়ন গুহ৷ এবারে তৃণমূল কংগ্রেস উদয়নকে জেলার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে৷ হাতে গোনা একমাস পর ৩০ অক্টোবর নির্বাচন দিনহাটা আসনে। শাসকদল দিনহাটার পুরোনো মুখ উদয়ন গুহকেই ভরসা করেছে। আজ শুকারুরকুঠি এলাকায় প্রচার করেছেন উদয়ন গুহ৷ তিনি আজ বলেন বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে৷ বিজেপি হেরে যাবে নিশ্চিত তারা। বিজেপিও শ্রীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে নামতে চলেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষনার দুদিন পরেও এখনও বিজেপি তার দলের প্রার্থীর নাম ঘোষনা করতে পারেনি।। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে তা এখনও ঘোষণা করা নিয়ে বিপাকে পরেছে দল। জানা গেছে বিজেপির একাংশ চাইছে দিনহাটার কোনো মুখকে উদয়ন গুহের বিরুদ্ধে প্রার্থী করতে। তবে গতবার নির্বাচনে জিতে বিধায়ক পদ ছেড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে নিশীথ প্রামানিক দিল্লিতে এখন। তাই কাকে বিজেপি নেতাদের এমনিতেই দিনহাটার নিচুতলার কর্মীদের কাছে জবাব দিতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ আগেভাগেই দিনহাটায় মিটিং মিছিল শুরু করেছে। নির্বাচনের পর বিজেপিকে দিনহাটায় সেভাবে ময়দানে কোনো কর্মসূচিতে দেখেনি সাধারন মানুষ। এই অবস্থায় উদয়ন গুহের বিরুদ্ধে মুখ কে হবে তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। দুয়েক দিনের মধ্যে ঘোষনা হতে পারে বিজেপি প্রার্থীর নাম। জানা গেছে নির্বাচনী কমিটি ঘোষনা হয়েছে বিজেপির। তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে অবজারভার ও জেলার ছয় বিধায়ক সহ বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তকে কো অবজারভার করেছে দল। বিজেপি ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে আসা অশোক মন্ডলকে প্রার্থী করতে পারে বিজেপি। বিজেপি জেলা সভানেত্রী ও বিধায়ক মালতী রাভা বলেন যিনি প্রার্থী হবেন তিনি জিতবেন। উদয়ন গুহের হার নিশ্চিত। তারা দলীয় ভাবে আলোচনা করে প্রার্থীর নাম জানাবেন৷

 

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version