আজ মহালয়া। আজ থেকে দেবীপক্ষের শুরু পিতৃপক্ষের শেষ। মহালয়ারএই শুভক্ষণে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ( Ritabhari Chakraborty) দেবীরূপে নিজেকে সাজিয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ( Best Wishes for Durga Puja) ।
ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, “গত এক বছরে আমাদের জীবনে যে বিপর্যয় ঘটেছে, তার রেশ এখনও কাটেনি। যে করোনা অতিমারীর দাপটে আমাদের জীবনের সব স্বাভাবিকতা বিঘ্নিত হয়েছে, নষ্ট হয়েছে বহু সম্ভাবনা, শেষ হয়ে গেছে কত না জীবন, সেই অতিমারীকে আমরা অনেকটাই পরাস্ত করতে পেরেছি। কিন্তু নিশ্চিহ্ন করতে পারিনি। এখনও পৃথিবীর আকাশ-বাতাসে শোনা যাচ্ছে আর্ত মানুষের কান্না। মা, তুমি আমাদের জীবনের সব অশুভকে দূর করে দাও, সব ভয় থেকে আমাদের মুক্ত করো। তোমার কল্যান হাতের ছোঁয়ায় লোকভয়, রাজভয়, মৃত্যুভয় থেকে মুক্ত হোক এই পৃথিবী। তুমি মা আনন্দময়ী। তোমার এই শুভ আগমনে, এই দেবীপক্ষে আমরা আবার নতুন করে যেন বেঁচে উঠি। শুভ মহালয়া!!”