Monday, August 25, 2025

ত্রিপুরার(Tripura) মাটিতে সংগঠনকে শক্তিশালী করতে এবার রাজ্য কমিটি গঠন করল তৃণমূল(TMC)। ১৯ সদস্যের এই কমিটির আহ্বায়ক পদে বসানো হয়েছে তৃণমূল নেতা সুবল ভৌমিককে। পাশাপাশি এই কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি পুরনো কর্মীদের মধ্যে রয়েছেন আশিষ লাল সিং, মামন খান, শর্মিষ্ঠা দেব সরকার।

সংগঠনকে জোরদার করতে দীর্ঘদিন ধরেই ত্রিপুরাতে পড়ে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সংগঠনকে জোরদার করতে এবার তাকেই স্টিয়ারিং কমিটিতে আনল তৃণমূল। এ প্রসঙ্গে রাজ্য তৃণমূলের তরফে জানানো হয়েছে, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয়া চেয়ারপার্সন শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও নির্দেশনায় ত্রিপুরা তৃণমূল কংগ্রেস রাজ্য স্টিয়ারিং কমিটি (TMC formed committee) এবং রাজ্য যুব কমিটির ঘোষণা করে আবেগাপ্লুত। আমরা সকল যোগদানকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা করি”।

আরও পড়ুন:জাগো বাংলা” শারদ সংখ্যা প্রকাশে নেত্রীর পাশে দাঁড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শোনালেন কুণাল

প্রসঙ্গত, ত্রিপুরা সফরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন প্রতিবেশী এই রাজ্যে সংগঠনকে আরও জোরদার করতে পদক্ষেপ নেবে তৃণমূল। সেই লক্ষ্যেই এই কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্য কমিটির পাশাপাশি এদিন যুব কমিটি গঠন করা হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে। যুব কমিটির আহ্বায়ক করা হয়েছে বাপ্টু চক্রবর্তীকে। পাশাপাশি এই কমিটিতে রয়েছেন ১১ জন সদস্য। উল্লেখ্য, ত্রিপুরায় সংগঠনকে জোরদার করতে কলকাতা থেকে লাগাতার ত্রিপুরা সফর করে চলেছেন সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। আর তাদেরকে আটকাতে হামলা থেকে মামলা কোনও পন্থাই বাদ দিচ্ছে না বিজেপি। এসব কিছুর মাঝেই নিয়ম করে প্রতিদিন ঘাসফুলে যোগ দিচ্ছেন বহু মানুষ। সব মিলিয়ে আগামী দিনের ত্রিপুরা যে তৃণমূলের পাখির চোখ সেটা বেশ স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে ঘাসফুল শিবির।

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version