Wednesday, December 17, 2025

ত্রিপুরায় রাজ্য কমিটি গঠন তৃণমূলের, আহ্বায়ক পদে সুবল ভৌমিক

Date:

ত্রিপুরার(Tripura) মাটিতে সংগঠনকে শক্তিশালী করতে এবার রাজ্য কমিটি গঠন করল তৃণমূল(TMC)। ১৯ সদস্যের এই কমিটির আহ্বায়ক পদে বসানো হয়েছে তৃণমূল নেতা সুবল ভৌমিককে। পাশাপাশি এই কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি পুরনো কর্মীদের মধ্যে রয়েছেন আশিষ লাল সিং, মামন খান, শর্মিষ্ঠা দেব সরকার।

সংগঠনকে জোরদার করতে দীর্ঘদিন ধরেই ত্রিপুরাতে পড়ে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সংগঠনকে জোরদার করতে এবার তাকেই স্টিয়ারিং কমিটিতে আনল তৃণমূল। এ প্রসঙ্গে রাজ্য তৃণমূলের তরফে জানানো হয়েছে, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয়া চেয়ারপার্সন শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও নির্দেশনায় ত্রিপুরা তৃণমূল কংগ্রেস রাজ্য স্টিয়ারিং কমিটি (TMC formed committee) এবং রাজ্য যুব কমিটির ঘোষণা করে আবেগাপ্লুত। আমরা সকল যোগদানকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা করি”।

আরও পড়ুন:জাগো বাংলা” শারদ সংখ্যা প্রকাশে নেত্রীর পাশে দাঁড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শোনালেন কুণাল

প্রসঙ্গত, ত্রিপুরা সফরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন প্রতিবেশী এই রাজ্যে সংগঠনকে আরও জোরদার করতে পদক্ষেপ নেবে তৃণমূল। সেই লক্ষ্যেই এই কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্য কমিটির পাশাপাশি এদিন যুব কমিটি গঠন করা হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে। যুব কমিটির আহ্বায়ক করা হয়েছে বাপ্টু চক্রবর্তীকে। পাশাপাশি এই কমিটিতে রয়েছেন ১১ জন সদস্য। উল্লেখ্য, ত্রিপুরায় সংগঠনকে জোরদার করতে কলকাতা থেকে লাগাতার ত্রিপুরা সফর করে চলেছেন সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। আর তাদেরকে আটকাতে হামলা থেকে মামলা কোনও পন্থাই বাদ দিচ্ছে না বিজেপি। এসব কিছুর মাঝেই নিয়ম করে প্রতিদিন ঘাসফুলে যোগ দিচ্ছেন বহু মানুষ। সব মিলিয়ে আগামী দিনের ত্রিপুরা যে তৃণমূলের পাখির চোখ সেটা বেশ স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে ঘাসফুল শিবির।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version