Wednesday, November 5, 2025

হর্নের আওয়াজ বদলে যাবে সুমধুর বাদ্যযন্ত্রে! নয়া ভাবনার কথা জানালেন নীতিন গডকড়ি

Date:

জ্যামে পড়ে ক্রমাগত হর্নের আওয়াজ, অ্যাম্বুলেন্সের সাইরেনে কান ঝালাপালা হওয়ার জোগাড়। কমবেশী সকলেরই মনে হয়,উফ! কখন জ্যাম থেকে মুক্তি পাব। যেন একটা অস্বস্তিকর অবস্থা। তবে যদি এই আওয়াজই বদলে যায় সুরেলা বাদ্যযন্ত্রে, তবে ব্যাপারটা মন্দ হয় না, তাই না?এমনই অভিনব পরিকল্পনা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। সোমবার নাসিকে একটি হাইওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি।

এদিন অনুষ্ঠানের পর তিনি বলেন, ‘কনভয় যাওয়া সময়ে কর্কশ শব্দ খুবই বিরক্তিকর। তার বদলে সুরেলা কিছু বাজলে শব্দদূষণ কম হবে।’ অর্থ্যাৎ হর্ন-এর কান ঝালাপালা শব্দ বদলে সেখানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসবে। এই নিয়ে একটি আইনও আনা হবে। এই আইনে কেবলমাত্র ভারতীয় বাদ্যযন্ত্রের শব্দই গাড়ির হর্ন হিসেবে ব্যবহার করার কথা ভাবা হয়েছে। তিনি আরও জানান,  অল ইন্ডিয়া রেডিও-তে ভোরের দিকে একটি বাজনা শোনা যেত, তা অ্যাম্বুলেন্সের সাইরেনের জায়গায় ব্যবহারের কথা ভাবছেন তিনি। এমনকী মন্ত্রীদের গাড়িতে ব্যবহৃত সাইরেনের আওয়াজ বদলানোর কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুন:দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিনে ছাড়পত্র দিল WHO

বেশ কয়েকটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে শহুরে এলাকায় যানবাহনের শব্দ একটি বড় চিন্তার কারণ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ইতিমধ্যেই বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক জংশনে ডেসিবেল স্তর পর্যবেক্ষণ করেছে। চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বই এবং হায়দরাবাদের মতো শহরগুলিকে দেশের সবচেয়ে শব্দ দূষণে আক্রান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবাসিক এলাকায় শব্দের মাত্রা দিনের বেলায় ৫৫ ডেসিবেলের (রাতে ৪৫ ডেসিবেল) বেশি হওয়া উচিত নয়। তাই সুরেলা বাদ্যযন্ত্র ব্যবহার করে যদি শব্দদূষণ রোধ করা যায় তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version