Saturday, May 3, 2025

করোনার টিকার লাইনে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ারের মারে বৃদ্ধর মৃত্যু, ধুন্ধুমার চাঁচলে 

Date:

করোনা টিকার লাইনে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ারের মারে বৃদ্ধর মৃত্যু। ধুন্ধুমার চাঁচলে । বৃহষ্পতিবার মালদহের চাঁচল ২ব্লকের ধানগাড়া বিষণপুর হাই মাদ্রাসা স্কুলে ঘটনাটি ঘটে। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম, আরজাউল হক (৬৫) বাড়ি চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের এলাঙ্গী গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ যে, এদিন ওই হাই মাদ্রাসা স্কুল করোনার টিকা নিতে আসতে গেলে সিভিক ভলেন্টিয়ার এর মারধরের ফলেই ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ। তাদের এই অভিযোগ যে এদিন ওই টিকা কেন্দ্র শিবিরে সিভিক ভলেন্টিয়ারেরা তাদের নিজেদের লোকেদেরকে টিকা পাইয়ে দেওয়ার জন্য অন্যান্যদের সাথে দুর্ব্যবহার এবং মারধর করে বলে অভিযোগ। এরপর ওই ঘটনার প্রতিবাদ করতে গেলেই এদিন ঘটনার বিবাদ বাধে।

 

যদিও চাঁচল থানা পুলিশের দাবি হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। বরং বৃদ্ধের আত্মীয়রা চাঁচল থানার একসিডেন ভলেন্টিয়ারকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, এদিন চাচল ২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের ধানগাড়া বিষণপুর হায়মাদরাসা স্কুলের করণা টিকা কেন্দ্রের শিবিরের আয়োজন করা। এ দিনের শিবিরে ওই গ্রাম পঞ্চায়েতের মোট তিন হাজার ব্যক্তিদের মধ্যে টিকাকরন করার জন্য মোট আটটি কাউন্টার করা হয়। দিনভর টিকা দেওয়ার পরে এক হাজার ব্যক্তিকে টিকা দেওয়া অবশিষ্ট থেকেই যায়। এর পরেই এদিন বিকেলে ঘটনাটি বিবাদ বাধে বলে জানা গিয়েছে।

 

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version