Sunday, November 2, 2025

মাদক-পার্টিতে এত লোক থাকা সত্ত্বেও শুধু ১৭ জনকে গ্রেফতার কেন? প্রশ্ন আরিয়ানের

Date:

বৃহস্পতিবার শাহরুখ-পুত্রকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। শুক্রবার ফের আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সতীশ মানশিণ্ডে। জামিনের শুনানির সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন আরিয়ান খান। তাঁর প্রশ্ন, “মাদক-পার্টিতে ১৩০০ জন লোক ছিলেন। কিন্তু বেছে বেছে গ্রেফতার হলেন শুধু ১৭ জন।” পাশাপাশি তাঁর দাবি, সেদিন প্রমোদতরণীতে ওঠার সময় তাঁর ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে মাদক মেলেনি। যদিও এব্যাপারে এনসিবি-র দাবি, মাদক সেবন করেছেন শাহরুখ-পুত্র,নিজেই তা স্বীকার করেছেন।

আরও পড়ুন:জামিন পেলেন না আরিয়ান, ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত

শুক্রবার জামিনের শুনানির সময় আরিয়ান জানিয়েছেন, প্রতীক নামে তাঁর এক বন্ধু এই পার্টির আয়োজকদের সঙ্গে তাঁর আলাপ করিয়েছিলেন। সেই ব্যক্তি আরিয়ানকে পার্টিতে আসার জন্য অনুরোধ করেছিলেন। আরিয়ানকে জানানো হয়েছিল, শাহরুখ খানের পুত্র এলে পার্টির জাঁকজমক বেড়ে যাবে। মূলত এই কারণেই নাকি ডেকে আনা হয়েছিল আরিয়ানকে।

এই প্রসঙ্গে আরিয়ানের আইনজীবীর দাবি, আরিয়ান এবং প্রতীকের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখলেই তাঁর মক্কেলের কথার সত্যতা বেরিয়ে আসবে। আরিয়ানের সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্টের সঙ্গেও পরিচয় রয়েছে প্রতীকের।এদিন আরিয়ান আরও বলেন, “মাদক-পার্টি আয়োজকদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আরবাজের সঙ্গে বন্ধুত্ব থাকলেও তাঁর ক্রিয়াকলাপের সঙ্গে আমি যুক্ত নই”।

অন্যদিকে এনসিবি-র তদন্তে যা উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, আরিয়ান এবং আরবাজ একই ব্যক্তির কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। তাঁদের চ্যাট থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। তবে আরিয়ানের এই কথার পরিপ্রেক্ষিতে তাঁর জামিন পাওয়া যাবে কিনা তা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version