Sunday, August 24, 2025

জাতীয় কর্মসমিতি থেকে ছাঁটা হয়েছে, ‘দুঃখে’ বায়োতে বিজেপি-র নাম সরালেন সুব্রহ্মণ্যম স্বামী?

Date:

বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। তবে কি দুঃখে দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তিনি? বিজেপির জাতীয় কর্মসমিতির কমিটিতে নাম বাদ যাওয়ার পরেই তার টুইটার হ্যান্ডেলের বায়ো থেকে বিজেপির নাম সরিয়ে দিলেন সাংসদ।

সুব্রহ্মণ্যম টুইটারে আগের বায়ো বদলে এখন বায়োতে নিজের পরিচয় দিয়েছেন কেবল মাত্র রাজ্যসভার সাংসদ হিসাবে। কোন দল থেকে তিনি নির্বাচিত, তা আগে লেখা থাকলও এখন আর নেই। সুব্রহ্মণ্যম স্বামীর টুইটার বায়োতে লেখা রয়েছে, ‘রাজ্যসভা এমপি, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি, অধ্যাপক, যেমন ভাল ব্যবহার পাব তেমন ফিরিয়ে দেব।’ যদিও বায়ো পরিবর্তনের আগে তাঁর পরিচয় ছিল বিজেপি সাংসদ হিসাবে। এবং তিনি যে বিজেপি জাতীয় কর্মসমিতিতে রয়েছেন তারও উল্লেখ ছিল। প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসাবে পরিচিত ছিলেন এই বিজেপি নেতা। মোদির অর্থনীতি পরিচালনা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে বিতর্ক জড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: কেন্দ্র শক্ত হতেই নিয়ম বদল ব্রিটেনের, কোভিশিল্ড নিলে কোয়ারেন্টাইন নয়

বিজেপির জাতীয় কর্মসমিতির থেকে শুধুমাত্র সুব্রহ্মণ্যম স্বামীকে ছেঁটে ফেলা হয়েছে এমনটা একেবারে নয়। বাদের তালিকায় রয়েছেন বরুণ গান্ধী এবং মানেকা গান্ধী। কারণ তারা উত্তরপ্রদেশের লাখিমপুরে ঘটে যাওয়া কৃষকদের মৃত্যু নিয়ে সুর চড়িয়েছিলেন। এছাড়াও ইন্দ্রজিৎ সিং, প্রহ্লাদ প্যাটেল, সুরেশ প্রভু, এসএস আহলুওয়ালির মতো বিজেপি-র অনেক প্রবীণ নেতা-মন্ত্রী বাদ পড়েছেন নতুন কমিটিতে।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version