Wednesday, November 12, 2025

শুরু হয়েছে কাউন্ট ডাউন। দুর্গাপুজোর ঢাকে পড়ে গিয়েছে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আর পুজো পেরোলেই আগামী ৩০ অক্টোবর রাজ্যে চার কেন্দ্রে ফের হাইভোল্টেজ উপনির্বাচন। খড়দহ, দিনহাটা, শান্তিপুর ও গোসাবায় হবে এই উপনির্বাচন।

 

এর আগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন উৎসবের দিনগুলিতে ভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ দিতে। ১০-২০ অক্টোবর উপনির্বাচনের প্রচার বন্ধ থাকুক, চাইছেন মুখ্যমন্ত্রী। কারণ, এই সময়ে উৎসবে মাতবে আপামর বাঙালি। দুর্গাপুজো, লক্ষ্ণীপুজো ও নবি উৎসব রয়েছে। তাই রাজনৈতিক দলগুলির ভোটের প্রচারে যাতে উৎসবমুখর বাঙালির কোনও সমস্যা না হয়, সেই কারণেই কমিশনের কাছে এমন অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

 

যদিও কমিশন কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রীর এমন আবেদনকে সম্মান জানিয়ে, শাসক দল তৃণমূল উৎসবের দিনগুলিতে উপনির্বাচনের প্রচার করবে না বলেই কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই চার উপনির্বাচনের যাবতীয় কাজকর্ম ৯ অক্টোবরের মধ্যেই শেষ করে ফেলবেন তৃণমূল প্রার্থী ও কর্মী-সমর্থকরা। ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তৃণমূল কোনও ভোটের প্রচার করবে না বলেই জানা গিয়েছে। তবে কোনও পুজো সংগঠন কোনও অনুষ্ঠানে প্রার্থীদের আমন্ত্রণ করলে, সেখানে তাঁরা যেতে পারেন।

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version