Friday, July 4, 2025

‘আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি?’ শীর্ষ আদালতে প্রশ্নের মুখে যোগী সরকার

Date:

লখিমপুর খেরি কাণ্ডে(Lakhimpur Kheri case) সুপ্রিমকোর্টের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) সরকার। শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যোগী সরকারের তদন্তে আদালত অসন্তুষ্ট। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র তথা কৃষক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি? সে প্রশ্নও তোলেন সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি।

শুক্রবার লখিমপুরকাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “রাজ্যের তরফে যে পদক্ষেপ করা হয়েছে, তা সন্তোষজনক নয়। কেন আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়নি?” যদিও উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, কাল সকাল ১১ পর্যন্ত সময় দেওয়া হয়েছে আশিস মিশ্রকে। যদিও এই উত্তরে খুশি হয়নি আদালত। পাল্টা প্রশ্ন করা হয়, “আপনারা কি খুনের মামলায় অভিযুক্ত সবার সঙ্গেই এমন করেন? নোটিস করবেন, তারপর অপেক্ষা করবেন, কবে আসবে?” একসঙ্গে সুপ্রিম কোর্ট আরো জানায়, “শুধু কথায় অ্যাকশন, কাজ কিছু হচ্ছে না” এই মামলার যাবতীয় তথ্য প্রমাণ সংরক্ষণ করে রাখার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:চাপে পড়ে লখিমপুর-কাণ্ডে মন্ত্রী-পুত্রকে তলব! বেপাত্তা আশিস

পাশাপাশি এই মামলার জন্য উত্তর প্রদেশ সরকারের তরফে সময় চাওয়া হয়েছে। তার প্রেক্ষিতে পুজোর পর মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version