Sunday, May 4, 2025

কথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

কথায় কথায় কিংবা খেয়াল-খুশি মতো রাজ্য প্রশাসনের কোনও আমলা বা আধিকারিককে ডেকে পাঠাতে পারে না রাজভবন। এখন থেকে কোনও প্রশাসনিক কর্তাকে তলব করার আগে মুখ্যমন্ত্রীকে জানিয়েই তা করতে হবে। এই মর্মে রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee).
বাংলার রাজ্যপালের চেয়ারে বসার পর থেকে গত কয়েক বছরে নজিরবিহীন ভাবে রাজভবনে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তা ও আমলাকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন ধনকড়। এমনকী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেছেন রাজ্যপাল।
রাজভবনে ডেকে পাঠানোর সর্বশেষ সংযোজনে বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের কোভিড সংক্রান্ত তথ্য জানার জন্য মুখ্যসচিবকে আচমকাই ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। এবং হুঁশিয়ারির সুরে ধনকড় জানিয়েছিলেন, তাঁর ডাকে সাড়া দিয়ে রাজভবনে না এলে সব দায় বর্তাবে মুখ্যসচিবের উপর।
এবার রাজ্যপালকে পাল্টা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েদেন, রাজ্যপাল এমন কাজ করতে পারেন না। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, এ ভাবে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ডেকে পাঠানো রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। তিনি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে কোনও বিষয়ে জানতে চাইতে পারেন। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে কোনও আধিকারিককে পাঠাতে পারেন রাজ্যপালের কাছে।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version