Tuesday, August 26, 2025

লখিমপুর হিংসা: গ্রেফতার না আটক? মন্ত্রীপুত্রকে নিয়ে দিনভর নাটক যোগীর পুলিশের

Date:

রীতিমতো চাপের মুখে পড়ে শনিবার পুলিশের(Police) কাছে ধরা দিয়েছিলেন ৪ কৃষককে গাড়িচাপা দিয়ে হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র আশিস মিশ্র(Ashish Mishra)। তবে দিনভর তাকে জিজ্ঞাসাবাদ চালানো হলেও গ্রেফতার করা হলো না অভিযুক্তকে। যদিও দিনের শেষে শোনা যায় আশীষ মিশ্রকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে অবশ্য উত্তরপ্রদেশ পুলিশের(UP Police) তরফে স্পষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন:দুর্গাপুজোর শুরুতেই অন্ধকারে ডুবতে পারে রাজধানী! আশঙ্কা দিল্লির বিদ্যুৎমন্ত্রীর

লখিমপুর খেরিতে ৪ কৃষকসহ মোট ৮ জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের গ্রেফতারের দাবিতে সরব হয়ে উঠেছে গোটা দেশ। নিশংস সেই ঘটনার ৬ দিন কেটে যাওয়ার পর রীতিমতো চাপের মুখে পড়ে শনিবার পুলিশের কাছে হাজিরা দিয়েছিলেন অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। খোদ ডিআইজি দীর্ঘ প্রায় ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তাঁকে। সেই জিজ্ঞাসাবাদের পর প্রথমে তাকে আটক ও পরে গ্রেফতার করা হয়েছে বলে জল্পনা ছড়ায়। যদিও তাকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। খুনের মামলার মতো গুরুতর অভিযোগে অভিযুক্তকে শুধুমাত্র আটক করা হয়েছে বলে দাবি করা হয় একাধিক সংবাদ মাধ্যমে।

অন্যদিকে এদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন আশিস মিশ্রর গ্রেফতারি চেয়ে রীতিমতো সরব হয়ে ওঠেন কৃষকরা। গত শুক্রবারই অবশ্য আশিস মিশ্রর গ্রেফতারি ও নৃশংস এ ঘটনায় যোগী সরকারের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের শীর্ষ আদালত। আদালত বলে, ‘আপনারা কি খুনের মামলায় অভিযুক্ত সবার সঙ্গেই এমন করেন? নোটিস করবেন, তারপর অপেক্ষা করবেন, কবে আসবে?’ কেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি সে প্রশ্ন তোলা হয় আদালতের তরফে। রীতিমতো কোণঠাসা হয়ে এদিন আশীষ মিশ্রকে ডেকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। শেষ পর্যন্ত অবশ্য জানা যায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলার মতো গুরুতর অভিযোগ থাকলেও তাকে শুধুমাত্র আটক করেছে যোগীর পুলিশ।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version