Sunday, August 24, 2025

শনি, রবি কোর্ট বন্ধ, জামিন না পেয়ে আরিয়ানকে জেলের ভাত খেয়েই কাটাতে হবে

Date:

৯ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। পরের দিন, ১০ অক্টোবর রবিবার। এই দু’দিনই বন্ধ ম্যাজিস্ট্রেট কোর্ট ( Court) । তাই সোমবারের আগে মুম্বইয়ের এনডিপিএস আদালতে জামিনের আবেদন করা কোনও ভাবে সম্ভব নয়। সুতরাং সোমবার পর্যন্ত কিছুতেই জামিন পাওয়া সম্ভব নয় আরিয়ানের ফলে আগামী সপ্তাহের আগে বাড়ি ফেরাও সম্ভব নয় শাহরুখ পুত্রের (Shahrukh Khan & Aryan Khan) । স্বাভাবিকভাবেই আপাতত জেলের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে তাঁর। আর্থার রোড জেলে আছেন আরিয়ান। করোনা নিয়মবিধি মেনে সেখানে তিন থেকে পাঁচ দিন নিভৃতবাসে কাটাবেন তিনি। জানা গিয়েছে তারকা-সন্তান বলে কোনও রকম ‘বিশেষ আয়োজন’ করা হচ্ছে না তাঁর জন্য। একদম ঘড়ি ধরে রুটিন মেনে চলতে হবে বাদশা-পুত্রকে।

রোজ ঘড়ি ধরে সকাল ৬টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় প্রত্যেক অভিযুক্তকে। প্রাতঃরাশ সকাল ৭টায়। জেলে যা রান্না হয়, বাকি অভিযুক্তরা যা খান তা-ই খেতে হবে আরিয়ানকেও। বাইরের খাবার   নিষিদ্ধ। বেলা ১১টার মধ্যে অভিযুক্তদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হবে। খাওয়ার পর জেলের ভিতরেই হাজতবাসীদের হাঁটাচলা করতে দেওয়া হয়। কিন্তু আরিয়ান এবং তাঁর সঙ্গীদের ক্ষেত্রে এখনও সেই নিয়ম প্রযোজ্য নয়। তিন থেকে পাঁচ দিন পর্যন্ত নিভৃতবাসে থাকার পর জেলের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করতে পারবেন তাঁরা।

সন্ধ্যা ৬টার মধ্যে আবার রাতের খাবার দিয়ে দেওয়া হবে। বরাদ্দ খাবারের বাইরে ক্যান্টিন থেকে আরও খাবার চাইলে আরিয়ান এবং তাঁর সঙ্গীদের টাকা দিতে হবে। মানি অর্ডারের মাধ্যমে সেই টাকা আনানো যেতে পারে।

বলিউডের ধনকুবের সুপারস্টারের পুত্রের ভবিতব্যে যে এইদিন লেখা ছিল তা কে জানতো।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version