দু দিন পিছোল, আজও জামিন হল না শাহরুখ-পুত্র আরিয়নের

আজ সোমবার জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান খান (Shahrukh khan son Aryan Khan) । বুধবার ফের তাঁর জামিনের মামলার (Bail Hearing) শুনানি হবে। আজ, সোমবারই তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়ার ছিল। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) (NCB) আধিকারিকরা আরো কিছুটা সময় চেয়েছে আদালতের কাছে। তারপরই বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করে মুম্বই সেশন আদালত।

 

 

গত বৃহস্পতিবার মুম্বইয়ের আদালত আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ খানের পারিবারিক আইনজীবী। আরিয়ান অত্যন্ত প্রভাবশালী পরিবারের সন্তান। আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে । তদন্ত প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটতে পারে। আদালতে এই যুক্তি দেখিয়েই আরিয়ানের জামিনের বিরোধিতা করেন বিপক্ষের আইনজীবী অনিল সিংহ। শুক্রবারও নাকচ হয়ে গিয়েছিল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের অন্তর্বর্তী জামিনের আবেদন। তারপর শনি, রবি দু’দিন আদালত বন্ধ ছিল। সোমবার ছেলে ঘরে ফিরতে পারে বলে আশা করেছিলেন শাহরুখ-গৌরী । কিন্তু ফের দুদিনের জন্য পিছিয়ে গেল জামিনের শুনানি ।