Sunday, August 24, 2025

রকমারি ইলিশের পদ, কচি পাঁঠার ঝোল!‌ আপনার বাড়িতে যেভাবে পৌঁছে যাবে সরকারি রান্না

Date:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই খাদ্যরসিক বাঙালির ভুরিভোজ। এবার পুজোর দিনগুলিতে আপনার পছন্দের পদ সরাসরি পৌঁছে যাবে আপনার দরজায়। একেবারে রাজ্য সরকারি উদ্যোগে গুণমান সম্পন্ন মুখরোচক খাবার।

শুধু অর্ডার করুন। এবার পুজোয় বাড়ি বসে কলকাতার নামী-দামী ৭টি রেস্তোরাঁর বাঙালি কুইজিন একদম আপনার হাতে চলে আসছে পুজোর ৫ দিন ধরে। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগ।

রকমারি খাবারের স্বাদ নিতে যা করতে হবে আপনাকে…

এবার পুজোয় প্রথমবার, ফোন বা হোয়াটস অ্যাপ করে বাড়িতে আনিয়ে নিন পছন্দের বাঙালি খাবার। এর আগে মহালয়া ও রথের দিন পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছিল। কিন্তু তা ছিল মাত্র এক দিনের। এবার একটানা ৫দিন। ষষ্ঠী থেকে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে শর্ত একটাই, পরের দিনের দুপুরের জন্য আগের দিন রাত ৯ টার মধ্যে এবং রাতে খাবার চাইলে সেদিন সকাল ১০টার মধ্যে জানতে হবে।

নম্বর: ৯১৬৩৩২৩৫৫৬/৯১৬৩৩১২৮০৮/৮১৭০৮৮৭৯৪১ এবং ৬২৯০২২৫৮৫৯। যেহেতু ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে গেছে তাই এই প্রতিবেদনে অষ্টমীর রাত থেকে কী কী পাবেন জানানো হল।

(১) অষ্টমী: খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি পান। দাম ২৫০ টাকা।

(৩) নবমী: সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফিশ ফ্রাই, কচি পাঁঠার ঝোল, চাটনি, মিষ্টি দই এবং মিষ্টি পান। দাম পড়বে ৪২৫ টাকা।

(৪) দশমী: মেনু নবমীর মতই। তবে শেষ পাতে থাকছে মিষ্টি চমক। ৩৫০ টাকার এই প্লেটে মিষ্টি হিসেবে পাবেন ১ পিস শক্তিগড়ের ল্যাংচা, রানাঘটের পান্তুয়া, বাংলার রসগোল্লা এবং ১০০ গ্রাম করে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা।

আরও পড়ুন- পুজোয় “মমতাময়ী” ক্যান্টিনে নিখরচায় অসহায়দের জন্য পেটপুরে মাংস-ভাতের আয়োজন তৃণমূল নেতার

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version