Thursday, May 22, 2025

রকমারি ইলিশের পদ, কচি পাঁঠার ঝোল!‌ আপনার বাড়িতে যেভাবে পৌঁছে যাবে সরকারি রান্না

Date:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই খাদ্যরসিক বাঙালির ভুরিভোজ। এবার পুজোর দিনগুলিতে আপনার পছন্দের পদ সরাসরি পৌঁছে যাবে আপনার দরজায়। একেবারে রাজ্য সরকারি উদ্যোগে গুণমান সম্পন্ন মুখরোচক খাবার।

শুধু অর্ডার করুন। এবার পুজোয় বাড়ি বসে কলকাতার নামী-দামী ৭টি রেস্তোরাঁর বাঙালি কুইজিন একদম আপনার হাতে চলে আসছে পুজোর ৫ দিন ধরে। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগ।

রকমারি খাবারের স্বাদ নিতে যা করতে হবে আপনাকে…

এবার পুজোয় প্রথমবার, ফোন বা হোয়াটস অ্যাপ করে বাড়িতে আনিয়ে নিন পছন্দের বাঙালি খাবার। এর আগে মহালয়া ও রথের দিন পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছিল। কিন্তু তা ছিল মাত্র এক দিনের। এবার একটানা ৫দিন। ষষ্ঠী থেকে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে শর্ত একটাই, পরের দিনের দুপুরের জন্য আগের দিন রাত ৯ টার মধ্যে এবং রাতে খাবার চাইলে সেদিন সকাল ১০টার মধ্যে জানতে হবে।

নম্বর: ৯১৬৩৩২৩৫৫৬/৯১৬৩৩১২৮০৮/৮১৭০৮৮৭৯৪১ এবং ৬২৯০২২৫৮৫৯। যেহেতু ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে গেছে তাই এই প্রতিবেদনে অষ্টমীর রাত থেকে কী কী পাবেন জানানো হল।

(১) অষ্টমী: খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি পান। দাম ২৫০ টাকা।

(৩) নবমী: সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফিশ ফ্রাই, কচি পাঁঠার ঝোল, চাটনি, মিষ্টি দই এবং মিষ্টি পান। দাম পড়বে ৪২৫ টাকা।

(৪) দশমী: মেনু নবমীর মতই। তবে শেষ পাতে থাকছে মিষ্টি চমক। ৩৫০ টাকার এই প্লেটে মিষ্টি হিসেবে পাবেন ১ পিস শক্তিগড়ের ল্যাংচা, রানাঘটের পান্তুয়া, বাংলার রসগোল্লা এবং ১০০ গ্রাম করে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা।

আরও পড়ুন- পুজোয় “মমতাময়ী” ক্যান্টিনে নিখরচায় অসহায়দের জন্য পেটপুরে মাংস-ভাতের আয়োজন তৃণমূল নেতার

 

 

 

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...
Exit mobile version