সপ্তমীর সকালে মানুষের ঢল নেমেছে মন্ডপে

সকাল থেকেই সপ্তমীতে কলকাতার আকাশ রোদ ঝলমলে ৷ সকাল সকাল প্যান্ডেলে প্যান্ডেলে বেরিয়ে পড়েছেন অনেকেই৷ কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা । যদিও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।বলা যেতে পারে, সপ্তমীর সকালে মানুষের ঢল নেমেছে মন্ডপে।

আরও পড়ুন- বানচাল নাশকতার ছক, রাজধানীতে গ্রেফতার পাক জঙ্গি

যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী , উত্তর আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে, অষ্টমী থেকে বদলাবে বঙ্গের আবহাওয়া। দশমী পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তবে, সপ্তমীর আকাশ পরিষ্কার থাকার কারণে বাড়বে গরমের অনুভূতি।

আবাহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর শুরু থেকেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মঙ্গলবার আকাশ কিছুটা পরিষ্কার দেখতেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন উৎসবমুখর বাঙালি।
আগামী ১৩ তারিখ থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ফলে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।