Thursday, November 6, 2025

দুর্গোৎসবে মাতলেন বিসিসিআই প্রেসিডেন্ট থেকে ফুটবলাররা

Date:

বাঙালির বড় উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে মেতেছে কলকাত বাসি। ছোট থেকে বড় সবাই মেতেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাদ গেলেন না ক্রীড়া জগতের ব‍্যক্তিত্বরা। বিসিসিআই প্রেসিডেন্ট  সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, অভিজিৎ মণ্ডল, থেকে এসসি ইস্টবেঙ্গলের অরিন্দম ভট্টাচার্য। নিজেদের মতন করে দুর্গোৎসব পালন করছেন তাঁরা।

বড়িশা প্লেয়ার্স কর্নাস ক্লাবে সময় কাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা  স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সময় কাটালেন তিনি। নবমীতে চলে যাবেন দুবাই। তাই তার আগে দুর্গা পুজোতে নিজের মতন সময় কাটাচ্ছেন তিনি।

প্রাক্তন ফুটবলার গৌতম সরকার আবার একেবার সময় কাটাচ্ছেন ঘরে বসে। বয়স হয়েছে, তাই পুজোতে বাইরে বেরিয়ে ঠাকুর দেখা হয় না বলেই  এখন বিশ্ববাংলা সংবাদকে জানালেন তিনি।

আরেক প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল পুজোর চারটে দিন একেবারে সময় কাটান পাড়ার ক্লাব সার্ভে পার্ক দুর্গোৎসব কমিটি নীল পুকুর। এই চারটে পাড়ার ক্লাবেই সময় কাটান অভিজিৎ মণ্ডল এবং তাঁর পরিবার। একবের ধুতি পাঞ্জাবী পড়ে পুজোর চারটে দিন বাঙালি সাজে কাটাতে ভালোবাসেন অভিজিৎ মণ্ডল। বছর দুই আগে পুজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও, করোনা কারণে গত দুবছর ধরে বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন বিশ্ববাংলা সংবাদকে এমনটাই জানালেন অভিজিৎ মণ্ডল।

এদিকে ১০০ বছরে পা দিল এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের বাড়ি পুজো। মাতোয়ারা গোটা পরিবার। তবে পারিবারিক পুজোতে যোগ দিতে পাড়ায় মন খারাপ অরিন্দমের। খেলার সূত্রে এই মুহূর্তে গোয়াতে রয়েছেন তিনি। বাড়ির পুজো কতটা যে মনে পড়ছে তাঁর সেই কথা বলতে ভুললেন তিনি। ঠাকুমার হাতে নাড়ু, পায়েসের কথা মনে পড়ছে অরিন্দমের।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version